Satabdi Roy Comeback: ১৪ বছর পর কামব্যাক শতাব্দী রায়ের, নারীকেন্দ্রিক গল্পে অভিনেত্রীর দোসর ঋতাভরী…
![Satabdi Roy Comeback: ১৪ বছর পর কামব্যাক শতাব্দী রায়ের, নারীকেন্দ্রিক গল্পে অভিনেত্রীর দোসর ঋতাভরী… Satabdi Roy Comeback: ১৪ বছর পর কামব্যাক শতাব্দী রায়ের, নারীকেন্দ্রিক গল্পে অভিনেত্রীর দোসর ঋতাভরী…](https://i2.wp.com/bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/06/519665-satabdi.png?w=991&resize=991,564&ssl=1)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৯৮৩ সাল থেকে ২০১১, প্রায় তিন দশক ধরে বাংলা সিনেমায় দাপিয়ে অভিনয় করেছেন শতাব্দী রায় (Satabdi Roy)। পরিচালনাও করেছেন। এরপর রাজনীতিতে অভিষেক। সেখানেই মাইলস্টোন তৈরি করেছেন চারবারের তৃণমূল সাংসদ। এবার দীর্ঘ ১৪ বছর পর পর্দায় ফিরছেন তিনি।
একসময় ইন্ডাস্ট্রির লিডিং নায়কদের সঙ্গে কাঁধে কাঁধ রেখে কাজ করে গিয়েছেন, রাজনীতির মাঠে নেমে আর পর্দার দিকে তাকাননি। বহুদিন ফেরেননি ক্যামেরার সামনে। রাজনীতিকেই দিয়েছেন পুরো সময়। তবে এবার তিনি ফিরছেন সেটে। তাঁর নতুন ছবির নাম ‘বাৎসরিক’।
আরও পড়ুন- Rappa Roy Comics in Cinema: কমিক্সের পাতা থেকে বড়পর্দায় রাপ্পা রায়, মুখ্য চরিত্রে ধারাবাহিকের জনপ্রিয় মুখ…
কিছুদিন আগেই পরিচালক মৈনাক ভৌমিক তৈরি করেছেন ‘ভাগ্যলক্ষী’। এই ছবিতে নিজেই নিজেকে চ্যালেঞ্জের মুখে ফেলেছেন পরিচালক। পাসও করেছেন ভালো নম্বর পেয়েই। কিন্তু এবার মৈনাক একদম অন্য ধরনের ছবি নিয়ে আসতে চলেছেন। সেই ছবিতেই ফিরবেন শতাব্দী। তাঁর সঙ্গে এই ছবিতে দেখা যাবে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে ( Ritabhari Chakraborty)।
এই ছবির জন্য শতাব্দীকে কাস্ট করার প্রসঙ্গে পরিচালক জানিয়েছেন, এমন একজনকে খুঁজছিলেন তিনি যাকে মানুষ অনেকবছর বড়পর্দায় দেখেনি। শতাব্দীর সঙ্গে সম্প্রতি আলাপ হয়েছে তাঁর। এবং তাঁর গল্পটা বেশ ভাল লেগেছে। সেই কারণেই এই ছবিতে রয়েছেন তিনি। এক দশকের বেশি সময় শতাব্দী ক্যামেরার সামনে দাঁড়াননি। রাজনৈতিক ব্যস্ততা কাটিয়ে, ছবির সুযোগ এলেও কাজ করে হয়ে ওঠা হয়নি। তবে এবার তিনি ফিরছেনই। ইতোমধ্যেই অভিনেত্রী সাংসদের ডেটও নিয়ে নিয়েছেন মৈনাক।
আরও পড়ুন- Ritwick Chakraborty: সইফকাণ্ডের ছায়া টলিউডে! দিনেদুপুরে ঘরে ঢুকে ঋত্বিকের সঙ্গে হাতাহাতি দুষ্কৃতীর, CCTV ফুটেজ ঘিরে চাঞ্চল্য…
জানা যাচ্ছে, এই গল্প দুই নারীকে কেন্দ্র করে। এমন একটি ঘটনা ঘটে, যেখানে দুই নারীর জীবন নিমেষেই বদলে যায়। শতাব্দী হারান তাঁর ভাইকে। অন্যদিকে ঋতাভরী হারান তাঁর স্বামীকে। দুজনের সমীকরণ কিছুটা হলেও এক দিকে মোড় নেয়। সেই নিয়েই এই গল্প। এই গল্পে রয়েছে সুপারন্যাচারাল পাওয়ার। শতাব্দী ও ঋতাভরীকে একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)