<p>ABP Ananda Live: আজ ফের সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি। কাল না হওয়ায় আজ প্রথম মামলা হিসেবে শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ। মুখ বন্ধ খামে স্টেটাস রিপোর্ট দেওয়ার কথা সিবিআইয়ের।কোন আইনে, কী পদ্ধতিতে সিভিক ভলান্টিয়ার নিয়োগ? কী ভাবে বেতন, কত অর্থ বরাদ্দ? আর জি কর মামলার শুনানিতে আজ সুপ্রিম কোর্টে ৬ দফা প্রশ্নের জবাব দেওয়ার কথা রাজ্যের। সঞ্জয়ের পরে আরেক সিভিক ভলান্টিয়ারের কীর্তি! মালদায় বধূকে ধর্ষণ, মামলা তুলতে হামলা! পুলিশের বিরুদ্ধেও থানায় বসিয়ে রাখার অভিযোগ! নামেই সেন্ট্রাল রেফারেল সিস্টেম। টানা আন্দোলনের পরেও হয়রানি। এসএসকেএম, এনআরএস, কলকাতা মেডিক্যাল ঘুরে এসএসকেএমে আনার পরে মৃত্যু। বাঁচানো গেল না মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েও। জলসায় মত্ত পুলিশ, ছাত্রীকে গণধর্ষণের চেষ্টার অভিযোগ নিতে বীরভূমে পুলিশের বিরুদ্ধেই টালবাহানার অভিযোগ! প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ। </p>
Source link
‘বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী অভিষেক’, দাবি কুণালের

+ There are no comments
Add yours