Canning News: মুর্শিদাবাদের পর ক্যানিং। গ্রেফতার কাশ্মীরি জঙ্গি। রাজ্য ও জমমু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে পাকওড়া জাভেদ আহমেদ মুন্সি। ধৃত শ্রীনগরের বাসিন্দা, তেহরিক উল মুজাহিদিনের সদস্য। ধৃত জাভেদ মুন্সি আইডি তৈরিতে পারদর্শী। খুন, রাষ্ট্রদ্রোহিতার মামলায় আগেই অভিযুক্ত। পাকিস্তান, বাংলাদেশ, নেপালে যাতায়াত ছিল। জেরায় স্বীকার ধৃতের, দাবি পুলিশের। দিল্লি থেকে বিমানে কলকাতা। তারপর ক্যানিংয়ে জামাইবাবুর বাড়িতে আশ্রয়। সেখান থেকে বাংলাদেশ হয়ে পাকিস্তান যাওয়ার ছক ছিল ধৃত কাশ্মীরি জঙ্গি, দাবি তদন্তকারীদের। আগেও কলকাতায় এসেছিল ক্যানিংয়ে ধৃত কাশ্মীরি জঙ্গি! গতবছর ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরে গিয়েছিল জাভেদ মুন্সি। এবিপি আনন্দকে জানালেন ধৃতের শ্যালক। আনসারুল্লা বাংলা থেকে তেহরিক উল মুজাহিদিন। রাজ্যে পাকড়াও একের পর এক জঙ্গি। সন্ত্রাসবাদীদের করিডর হয়ে উঠছে বাংলা? কাদের মদতে অনুপ্রবেশ? উঠছে প্রশ্ন।