# Tags
#Blog

সরস্বতী পুজোয় ‘স্মৃতির শহরে’ বাগনানের এই ক্লাব ! স্বর্ণজয়ন্তীতে এবারের থিম সহজপাঠ..

সরস্বতী পুজোয় ‘স্মৃতির শহরে’ বাগনানের এই ক্লাব ! স্বর্ণজয়ন্তীতে এবারের থিম সহজপাঠ..
Listen to this article


সুনীত হালদার, হাওড়া: বাগনানের খাদিনান বীণাপানি কালচারাল সোসাইটির সরস্বতী পুজো এই বছরে স্বর্ণ জয়ন্তী বর্ষে পা দিল। এবছরের থিম সহজ পাঠ। গোটা প্যাণ্ডেলের চারপাশে বাংলা অক্ষরের পাশাপাশি সহজ পাঠের ছবি তুলে ধরা হয়েছে। চারপাশে আলোর কারিকুরি এবং শিল্পের ছোঁয়া। প্রতিমা আকর্ষণীয়। পুজোর পাশাপাশি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে কচিকাঁচাদের নাচ-গান এবং আবৃত্তি দর্শকদের ভালো লেগেছে। সন্ধ্যাবেলায় জমজমাট ভিড় মণ্ডপ চত্বরে।

সরস্বতী পূজায় মেতে উঠেছে কালনা শহর। চারদিন ধরে চলা এই পুজোয় প্রতিদিন পঞ্চাশ হাজারের বেশি মানুষ ভিড় জমায়। ভিড় নিয়ন্ত্রণের জন্য থাকছে সাড়ে সাতশ পুলিশ কর্মী, স্পেশাল মহিলা পুলিশ বাহিনী, ড্রোনের দ্বারা চলছে নজরদারি। কোথাও জগন্নাথ মন্দির, রাজস্থানের হাভেলি কোথাও আবার কাল্পনিক মন্দিরের আদলে তৈরি হয়েছে বিশাল বিশাল মন্ডল। আলোর রোশনাই সেজে উঠেছে শহরের রাস্তাঘাট। এবছর তিথি অনুযায়ী রবিবার এবং সোমবার দু দিনই হচ্ছে সরস্বতী পুজো। আর সেই কারণে একদিন আগে থেকেই কালনা শহরে প্যান্ডেল মুখি দর্শনার্থীরা।

বিগ বাজেটের পুজো গুলির মধ্যে অন্যতম কালনার পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় শ্রীধারা পুজো কমিটি ,তারা এবার ফুটিয়ে তুলেছে পুরীর জগন্নাথ ধাম। অন্যদিকে আমলা পুকুর ইয়াং বয়েজের থিমের ভাবনা এক টুকরো রাজস্থান। গোলক সমিতি পুজো কমিটির থিম মায়াজাল। কালনার জাপোটে  যুগের দীপ ক্লাবের পুজো মণ্ডপ বাঁশের কারুশিল্পে ফুটিয়ে তোলা হয়েছে। অগ্নিবীণা ক্লাবের মন্ডপ জুড়ে ফুটে উঠেছে বাঁকুড়ার ডোকরা শিল্প।  রয়েল ক্লাবের সরস্বতী পুজোর থিম ভাবনায়  তিব্বতের বৌদ্ধ মন্দির।

কোনও ক্লাবের পুজোর বাজেট দশ লক্ষ তো কারো ১৫লক্ষ টাকা। আর সেই বিগ বাজেটের পুজো দেখতে শুধু কালনা মহকুমা থেকে নয় বিভিন্ন জেলা থেকেও মানুষ ভিড় জমায় কালনা শহরে। কালনার এসডিপিও বলেন ভিড় সামাল দিতে শুধু বর্ধমান জেলা থেকে নয় বাইরের জেলা থেকেও পুলিশ কর্মীদের আনা হয়েছে। সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। আর মহিলাদের নিরাপত্তার জন্য সাদা পোশাকে মহিলাদের একটি বিশেষ দল ভিড়ের মধ্যে থাকছে।

আরও পড়ুন, ডিজে বাজিয়ে সরস্বতী পুজো, ভিড়ের চাপে পদপিষ্টের মতো পরিস্থিতি উলুবেড়িয়ার কালীবাড়িতে !

এবার পুরুলিয়া জেলাতেও প্রথম বাকদেবির আরাধনায় থিমের ছোয়া। পুরুলিয়া শহরে এম এম হাই স্কুলে সরস্বতী পূজায় এবছর প্রথমবার সরস্বতীর মূর্ত্তী ছৌ মুখোশ দিয়ে তৈরি হয় তার সথে পুরুলিয়া জেলাতে যেই গ্রামে এই ছৌ মুখোশ তৈরি হয় চড়িদাতে সেই গ্রামের চিত্র তুলে ধরে কীভাবে এই গ্রামের শিল্পীরা ছৌ মুখোশ তৈরী করে। 

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal