সরস্বতী পুজোতে ঘুরতে যেতে চান ? কাপলদের জন্য রইল কলকাতার সেরা ১০ ভ্রমণস্থল
সরস্বতী পুজোয় একদিকে যেমন বাগদেবীর আরাধনা, অন্যদিকে বাড়ির পুজো শেষ করে কতক্ষণে প্রিয় মানুষের সঙ্গে দেখা হবে, সেই অপেক্ষা।
তবে ঢলে পড়া সূর্যের আলোয় এক ঠোঙা চিনে বাদামে আজ আর আটকে থাকে না হাত। কারণ দিনদিন কংক্রিটের ভিড়ে সেই সুযোগ কমছে।
নিভৃত সময় কাটানোর সুযোগ প্রায় সেভাবে আর নেই। সর্বত্রই আওয়াজ, ভিড়। তবে তারই মাঝে, এখনও কলকাতায় কিছু জায়গা বাকি রয়েছে, যেখানে সময় কাটানো সম্ভব। চলুন এবার দেখে নেওয়া যাক।
সরস্বতী পুজোয় গঙ্গার পাড়ে সময় কাটাতে চাইলে কলকাতায় মনরোম জায়গা হল প্রিন্সেপঘাট। ইতিহাসকে সাক্ষী রেখে মনের কথা বলতেই পারেন।
যদি সড়কপথে ফিরতে না পছন্দ হয়, তবে আগাম একটু টাইম টেবিল দেখে ফাঁকা লোকাল ট্রেনেও ফিরতে পারেন। মন ভাল হয়ে যাবে। পাশাপাশি আপনি চন্দননগরেও ঘুরে আসতে পারেন।
অপরদিকে, আপনি ভিক্টোরিয়াতেও যেতে পারেন। সেখানেও ঘুরতে গেলে যদিও টিকিট কাটতে লাগবে। তবে ভালই সময় কাটবে। ঘোড়ার গাড়িতে উঠে কলকাতার আরও কাছাকাছি পৌঁছে যেতে পারেন।
গঙ্গার পাড়ে রয়েছে মিলেনিয়াম পার্ক। আপনি চাইলে সন্ধ্যায় গঙ্গাবক্ষে লঞ্চে ভ্রমণ করতে পারেন। বিকেল হওয়ার আগেই টিকিট কাউন্টার থেকে খোঁজ নিয়ে রাখুন।
এর পাশাপাশি সল্টলেকে ইকোপার্ক ও নিকোপার্ক তো রয়েছেই। বিশেষ দিনগুলিতে এখানে ভিড় লেগেই থাকে। তবে তা আঁচ করতে পারবেন না।
যদি ভিড়ে অসুবিধা না হয়, কলকাতা বইমেলা থেকেও ঘুরে আসতে পারেন। এখনও বেশ কয়েকদিন চলবে। বাস ও মেট্রো দুই সুবিধাই থাকছে করুণাময়ী যাওয়ার জন্য।
আর যদি নিতান্তই কলেজ লাইফের মতো সময় কাটাতে চান, ছবি তুলতে চান দিনে আলোয়, তাহলে বাগবাজার ঘাটে নেমে হাটতে পারেন। পাড়ে বসতে পারেন। মাটির কাপে চা খেতে পারেন।
যদি চান একটু গ্রাম বাংলার দিকে গিয়ে নৌকায় ঘুরে ফিরে আসবেন, তাহলে বসিরহাটির টাকীতে ঘুরে আসতে পারেন। থাকা ও খাওয়ার বন্দ্যোবস্ত রয়েছে। সকালে গিয়ে বিকেলেই ফিরতে পারবেন।
Published at : 31 Jan 2025 08:48 PM (IST)
Tags :
Saraswati Puja 2025 Kolkata Best Travelling Spot
আরও জানুন জেলার
আরও দেখুন