হাইকোর্টের নির্দেশে,সশস্ত্র পুলিশ পাহারায় সরস্বতী হল পুজো যোগেশচন্দ্র চৌধুরী কলেজে
<p>ABP Ananda LIVE: হাইকোর্টের নির্দেশে, সশস্ত্র পুলিশ পাহারায় সরস্বতী পুজো যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজে । আজও পুজোর তিথি, ফাঁকা কলেজে কড়া পুলিশি পাহারা । পুলিশি পাহারায় পুজো চলছে হরিণঘাটার হরিণঘাটা দাসপোলডাঙা প্রাথমিক বিদ্যালয়েও । গতকাল পুলিশি পাহারায় সরস্বতী আরাধনার ছবি দেখা গিয়েছিল যোগেশচন্দ্র কলেজে । আজ বিদ্যার দেবীর আরাধনায় হরিণঘাটার স্কুলে নামল র‍্যাফ, লাঠিধারী পুলিশ । গতকাল যোগেশচন্দ্র কলেজে বাগদেবীর আরাধনা নিয়ে দিনভর টানটান উত্তেজনা ছিল । আজ হরিণঘাটার স্কুলে সরস্বতী পুজো উপলক্ষে তুমুল ভিড়।</p>
<p> </p>
<p><strong>bতৃণমূলে ‘টাকার খেলা’, বিতর্কের মুখে সুব্রত বক্সীকে চিঠি লিখলেন মদন; কী বললেন ?</strong></p>
<p> </p>
<p>অ্যাকাডেমিক ক্যালেন্ডার নিয়ে বৈঠকে তৃণমূল নেতা ও সহকর্মীদের মারধর। পা ভাঙল প্রধান শিক্ষকের, অভিযোগ উঠল মুর্শিদাবাদের ফরাক্কা হাইস্কুলে। এই ঘটনায় ১ জন শিক্ষককে গ্রেফতার করেছে ফরাক্কা থানার পুলিশ।</p>
<p>FIR-এ নাম রয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য কমিটির সদস্য তারিফ হোসেনের। আহত প্রধান শিক্ষক মালদা মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন। ফরাক্কা থানায় তৃণমূল নেতা ও স্কুল পরিচালন সমিতির সভাপতি-সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। গত বছরের শুরুতে নরেন্দ্রপুরে (Narendrapur) স্কুলে ঢুকে শিক্ষক-শিক্ষিকাদের বেধড়ক মার, তাণ্ডব-ভাঙচুরের অভিযোগ উঠেছিল। প্রধান শিক্ষকের মদতেই বহিরাগতদের হামলার অভিযোগ উঠেছিল। যদিও অস্বীকার করেছিলেন প্রধান শিক্ষক। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়েছিলেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। থানা ঘেরাও করে প্রধান শিক্ষককে গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন শিক্ষকরা।</p>
Source link