কলেজ এক, সরস্বতী পুজোও একটাই, কিন্তু একইসময়ে পুজোয় ২ পুরোহিত ! ব্যাপারটা কী
<p><strong>বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর:</strong> নন্দীগ্রামের সীতানন্দ কলেজেও সরস্বতী পুজোর দিন দেখা গেল পুলিশ পাহারা। পুজোর সংকল্প কে করবে, তা নিয়ে ABVP ও TMCP-র বিবাদ শুরু হয়। একে অন্যের বিরুদ্ধে স্টোর রুমের চাবি লুকিয়ে রাখার অভিযোগও তোলে দুই ছাত্র সংগঠন। বিবাদের জেরে একই পুজোয় দেখা গেল ২ জন পুরোহিতকে। পুজো-সংঘাতে পুলিশ পাহারার কথা মানতে চায়নি কলেজ কর্তৃপক্ষ। </p>
<p>এদিকে এরইমধ্য়ে খোদ <a title="শুভেন্দু অধিকারী" href="https://bengali.abplive.com/topic/suvendu-adhikari" data-type="interlinkingkeywords">শুভেন্দু অধিকারী</a>র বিধানসভা এলাকাতেই কলেজে যখন সরস্বতী পুজো হচ্ছে, তখন বাইরে পাহারায় পুলিশ। কলেজ এক, সরস্বতী পুজোও একটাই। কিন্তু পুরোহিত ২ জন। একজন কলেজের পুরোহিত, আরেকজন পুরোহিত বাপ্পাদিত্য গর্গ, যিনি তৃণমূলের নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সভাপতি। সংকল্পও হল ২ জনের নামে। নন্দীগ্রামের সীতানন্দ কলেজে দেখা গেল কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ছায়া। কলেজে সরস্বতী পুজোর সময়, গেটে দেখা গেল পুলিশ। গন্ডগোলের সূত্রপাত শনিবার। সরস্বতী পুজোর সংকল্প কে করবে, তা নিয়ে RSS-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্য়ার্থী পরিষদ এবং তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে বিবাদ বাধে। ABVP-র অভিযোগ, গন্ডগোল এমন পর্যায়ে পৌঁছয় যে, কলেজ কর্তৃপক্ষকে পুলিশ ডাকতে হয়। তখন বিবাদ মিটলেও, পুজোর আগের দিন স্টোর রুমের চাবি লুকিয়ে রেখে পুজো পণ্ড করার চেষ্টা হয় বলে দু’পক্ষের অভিযোগ। শেষপর্যন্ত তালা ভাঙা হয়।<br /> <br /> নন্দীগ্রাম সীতানন্দ কলেজ ইউনিট ABVP সহ সভাপতি সুজন ভুঁইয়া বলেন, গালিগালাজ করে, প্রেসার দিয়ে, স্যরকে চাপ দিয়ে, TMC-র পক্ষ থেকে একটা ব্রতী (সংকল্পকারী) রাখে। আজ সকাল থেকে চাবি লুকিয়ে দেয়, বলছে আমাদের কাছে চাবি নেই। পুজো করে লাভ কী, তিথি তো চলে গেছে। বাঙালিদের লজ্জা। নন্দীগ্রাম সীতানন্দ কলেজ ইউনিট TMCP সভাপতি সুমিত মণ্ডল বলেন , কিছু ABVP-র দুষ্কৃতীকে নিয়ে এসে গত বছরও এরকম করেছিল। এ বছরও সেই রকম করতে চেয়েছিল। তৃণমূল ছাত্র। পরিষদ সেই ফাঁদে পা দেয়নি। স্টক রুমের চাবি দিচ্ছিল না ওরা। সোমবার পুজো হলেও, কলেজের গেটের দু’পাশে দেখা যায় বাণী-বন্দনার আলাদা আলাদা ব্যানার। এমনকী, পুজো শুরুর পর দেখা যায়, দু’ দিকে দু’জন সংকল্প করছেন, পুরোহিতও ২ জন। </p>
<p>আরও পড়ুন, <a title="অনুব্রত জেল-মুক্তির পরে বীরভূমে ‘বদল’, চক্রান্ত দেখছেন কাজল! ‘২-৩ মাসে কী এমন হল যে পুলিশ মার খেল?’" href="https://bengali.abplive.com/district/birbhum/birbhum-news-kajol-sheikh-blamed-that-anubrata-mandal-is-responsible-for-the-police-attacked-incident-1118786" target="_self">অনুব্রত জেল-মুক্তির পরে বীরভূমে ‘বদল’, চক্রান্ত দেখছেন কাজল! ‘২-৩ মাসে কী এমন হল যে পুলিশ মার খেল?'</a></p>
<p>নন্দীগ্রাম সীতানন্দ কলেজ ইউনিট ABVP সহ সভাপতি সুজন ভুঁইয়া বলেন,যে পুরোহিত কলেজ থেকে ঠিক করা হয়েছিল, তাকে TMCP-র পক্ষ থেকে হুমকি দেওয়া হয়, আপনি চলে যান। সেই জন্য সে (পুরোহিত) চলে যায়। ওরা চাইছিল কলেজের অধ্যাপক বাপ্পাদিত্য গর্গকে দিয়ে পুজো করার। কিন্তু পুলিশ পাহারায় পুজো করার কথা মানতে চায়নি কলেজ কর্তৃপক্ষ।নন্দীগ্রাম সীতানন্দ কলেজ অধ্যক্ষ সামু মাহালি বলেন , পুজোর জন্য পুলিশকে রাখা হয়নি। ন্যাক অ্যাসেসমেন্ট যেহেতু হবে। পুরো অ্যাসেট কলেজের ভিতরে এবং বাইরেও পড়ে আছে, ওগুলো প্রোটেকশনের ব্যাপার আছে। পুলিশি পাহারা ঘিরে আজব তত্ত্ব শোনা গেছে স্থানীয় তৃণমূল নেতার গলায়। সীতানন্দ কলেজ পরিচালন সমিতি আবু তাহের, তৃণমূল নেতা ও সভাপতি বলেন, ন্যাক ভিজিট শুরু হয়ে যাচ্ছে ৪ তারিখ থেকে। এই এরিয়ার মধ্যে এত দুষ্প্রাপ্য গাছ রয়েছে, যার মূল্য অনেক বেশি…লক্ষ লক্ষ টাকা। সেসব লক্ষ্য রাখার জন্য এটা করা হয়েছে।</p>
<p> </p>
Source link