জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গতবছর ডিসেম্বরের ঘটনা। সচিন তেন্ডুলকর ফাউন্ডেশনের (Sachin Tendulkar Foundation, STF) ডিরেক্টর পদে যোগ দিয়েছিলেন সারা তেন্ডুলকর (Sara Tendulkar)। আর নতুন বছরের শুরুতেই ফ্র্যাঞ্চাইজির মালকিন হয়ে গেলেন সচিন-কন্যা! আইপিলের মাঝেই এল বিরাট আপডেট।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগ (জিইপিএল) এর বহু প্রতীক্ষিত দ্বিতীয় মরসুমের জন্য মুম্বই ফ্র্যাঞ্চাইজির মালকিন হলেন সারা। বিশ্বের বৃহত্তম ই-ক্রিকেট এবং বিনোদন লিগ হিসেবে, জিইপিএল খেলা হয় রিয়েল ক্রিকেটে। এমন এক খেলা যা ৩০ কোটিরও বেশি ডাউনলোড হয়েছে। প্রথম মরসুমের পর থেকে, জিইপিএল উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে, খেলোয়াড় নিবন্ধনের সংখ্যাও আকাশ ছুঁয়েছে। প্রথম সংস্করণে ২০০০০০ প্লেয়ার রেজিস্ট্রি করিয়ে ছিল। দ্বিতীয় মরসুমে তা হয়েছে ৯১০০০০! জিওসিনেমা এবং স্পোর্টস১৮-এ ৭ কোটিরও বেশি দর্শক এবং ২৪ লক্ষেরও বেশি মিনিটের স্ট্রিমিং কন্টেন্টের মাধ্যমে, জিইপিএল ক্রিকেট ই-স্পোর্টসে নিজেকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে।
দলের মালকিন হয়ে সারা বললেন, ‘ক্রিকেট আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ। ই-স্পোর্টসের দুরন্ত সম্ভাবনা। জিইপিএলে মুম্বই ফ্র্যাঞ্চাইজির মালিকানা স্বপ্নপূরণের মতো। খেলার প্রতি আমার এই আবেগের সঙ্গে মিশেছে শহরের প্রতি আবেগ। আমাদের প্রতিভাবান দলের সঙ্গে যোগ দেওয়ার তর সইছে না। তাঁরা প্রিয় ই-স্পোর্টস ফ্র্যাঞ্চাইজি তৈরি করতে অনুপ্রাণিত করবে এবং বিনোদন দেবে।’ সারাকে অতীতে বহুবার খেলার মাঠে পাওয়া গিয়েছে। জাতীয় দলের সমর্থনই হোক বা মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে গলা ফাটানো। সারা থাকেন মাঠে।
সদ্যই বিদেশ থেকে মাস্টার্স করেছেন তিনি, ইউনির্ভাসিটি কলেজ লন্ডন থেকে ক্লিনিকাল এবং পাবলিক হেলথ নিউট্রিশনে স্নাতকোত্তর করেছে সারা। সারা নিজেই এখন বেশ প্রতিষ্ঠিত নাম। একডাকেই সবাই চেনেন সারাকে। তিনি প্রকৃত অর্থেই রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। সারা এককথায় সোশ্যাল মিডিয়া সেনসেশন। ৭.৩ মিলিয়ন মানুষ ইনস্টাগ্রামে তাঁকে ফলো করেন। সারা কিন্তু এক্সে নেই। যদিও তাঁর নামে একাধিক ছদ্ম অ্যাকাউন্ট রয়েছে। এমনকী সেগুলিও ভেরিফায়েড। আন্তর্জাতিক পোশাক সংস্থা সেল্ফ-প্রোটেইট-এর সঙ্গেই সারার বিজ্ঞাপনের দুনিয়ায় পথচলা শুরু। মডেলিং, ফ্যাশন ও ব্র্যান্ড স্পনসরশিপ থেকে সারা প্রায় কোটি টাকার সম্পত্তির মালকিন হয়ে গিয়েছেন এখনই।
আরও পড়ুন: বিদেশ থেকে মাস্টার্স করেই বিরাট পদে সারা, মেয়ের খুশিতে আজ আনন্দে আত্মহারা সচিন!
আরও পড়ুন: আইপিএলের মাঝেই দলবদল! আবেদনপত্র জমা যশস্বীর, খেলতে খেলতে আচমকা এমন কী হল?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)