NOW READING:
তাঁর খোলামেলা ছবি খুঁজেছিলেন! সেই ক্রিকেটারের ম্যাচের আগেই পারফর্ম করলেন সারা
March 30, 2025

তাঁর খোলামেলা ছবি খুঁজেছিলেন! সেই ক্রিকেটারের ম্যাচের আগেই পারফর্ম করলেন সারা

তাঁর খোলামেলা ছবি খুঁজেছিলেন! সেই ক্রিকেটারের ম্যাচের আগেই পারফর্ম করলেন সারা
Listen to this article


কলকাতা: গুয়াহাটিতে আজ রাজস্থান রয়্য়ালস (Rajasthan Royals) বনাম চেন্নাই সুপার কিংগসের (Chennai Super Kings) ম্যাচ। আর সেই ম্যাচে টান টান উত্তেজনার বাইশ গজের খেলার বাইরে, উপরি পাওনা হল সারা আলি খানের (Sara Ali Khan) পারফর্মম্যান্স। এদিন গুয়াহাটির স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে পারফর্ম করেন সারা আলি খান। আর অভিনেত্রীকে মঞ্চে পারফর্ম করতে দেখেই, সোশ্যাল মিডিয়ায় টেনে আনল রিয়ান পরাগের (Riyan Parag) প্রসঙ্গ। 

কেন রিয়ান পরাগ? তাঁর সঙ্গে অভিনেত্রীর যে প্রেমের গুঞ্জন ছিল এমনটা নয়। তবে রিয়ান পরাগ যে সারা অনুরাগী, তা বললে অত্যুক্তি করা হয় না। সেই রিয়ান পরাগের আসামের স্টেডিয়ামেই নাচ করলেন সারা। বর্তমানে রাজস্থান রয়্যালস-এর হয়ে খেলছেন রিয়ান পরাগ। আজ তাঁদের ম্যাচের আগে পারফর্ম করেন সারা আলি খান। ২০২৪ সালের আইপিএলের সময় সারা আলি খান ও অনন্য়া পাণ্ডর সঙ্গে বিতর্কে নাম জড়িয়েছিল রিয়ান পরাগের।

গত মরসুমে সোশ্যাল মিডিয়ায় রিয়ান পরাগের একটি ভিডিও পোস্ট করা হয়েছিল। সেখানে রিয়ান পরাগকে দেখাতে বলা হয়েছিল তাঁর ফোনের সার্চ হিস্ট্রি। রিয়ান পরাগ সম্ভবত সার্চ হিস্টি মুছতে ভুলে গিয়েছিলেন। আর সেই ভিডিওতেই দেখা যায় যে সেখানে রয়েছে দুটি সার্চ। ‘অনন্যা পাণ্ড হট’, ও ‘সারা আলি খান হট’। এই ভিডিও প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়। প্রথমে রিয়ান পরাগ এই ভিডিও নিয়ে কিছু বলেননি। পরে তিনি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেন। তবে বিতর্ক থামেনি। আজ সোশ্যাল মিডিয়ায় সারা আলি খানের পারফর্মমেন্স দেখার পরেই নেটিজেনরা টেনে এনেছেন রিয়ান পরাগের প্রসঙ্গ। 

চলতি মরসুমে রিয়ান পরাগকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। ম্যাচ চলাকালীন একজন ভক্ত মাঠে ঢুকে পড়ে পরাগের পায়ে হাত দিয়ে প্রণাম করেন। আইপিএলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন। যদিও সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি নিয়ে ঝড় উঠেছে। নেটিজেনদের একাংশ ঘটনাটিকে কটাক্ষ করতে শুরু করেছেন। তাঁদের মতে পুরো ঘটনাটিই সাজানো। নিজের জনপ্রিয়তা প্রমাণ করতে নাকি ১০ হাজার টাকা দিয়ে ওই যুবককে ভাড়া করেছিলেন রিয়ান!

গত বুধবার টসের সময় স্থানীয় সমর্থকেরা রিয়ানের নামে জয়ধ্বনি দেন। মাইক হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই দর্শকদের করতালিতে স্টেডিয়াম ভরে ওঠে। সমর্থকদের উদ্দেশে রিয়ান বলেন, তাঁদের সামনে নেতৃত্ব দিতে পেরে তিনি গর্বিত। কিন্তু সমস্ত ঘটনাকে ছাপিয়ে যায় কেকেআর ইনিংসের দ্বাদশ ওভারের ঘটনা। কুইন্টন ডি’ককের বিরুদ্ধে বল করতে যাচ্ছিলেন রিয়ান । ঠিক তখনই এক সমর্থক মাঠে ঢুকে রাজস্থান অধিনায়কের পা ছুঁয়ে ফেলেন। সঙ্গে সঙ্গেই এক নিরাপত্তারক্ষী তাঁকে বার করে দেন ।

আরও দেখুন



Source link