NOW READING:
আয়ের অতিরিক্ত সূত্র তৈরির সম্ভাবনা মীন রাশির জাতক-জাতিকাদের, এই সপ্তাহে আর কী ?
February 17, 2025

আয়ের অতিরিক্ত সূত্র তৈরির সম্ভাবনা মীন রাশির জাতক-জাতিকাদের, এই সপ্তাহে আর কী ?

আয়ের অতিরিক্ত সূত্র তৈরির সম্ভাবনা মীন রাশির জাতক-জাতিকাদের, এই সপ্তাহে আর কী ?
Listen to this article


নতুন সপ্তাহ শুরু হয়েছে। ভাল-খারাপ মিশিয়ে গত সপ্তাহ কেমন গিয়েছে আপনার ? নিশ্চয়ই চাইবেন, নতুন সপ্তাহটি ভুলভ্রান্তি, ক্ষয়ক্ষতি ছাড়া ভালভাবে কাটুক। সাপ্তাহিক রাশিফলে বিশেষজ্ঞের বক্তব্য ধরে তুলে ধরছি চলতি সপ্তাহে (16 February to 22 February) কোন রাশির কেমন কাটবে ? পড়ুন মীন রাশির (Pisces Astrology) সাপ্তাহিক রাশিফল। 

গ্রহ ও নক্ষত্রের চলন বলে দিচ্ছে, চলতি সপ্তাহ কয়েকটি রাশির খুব গুরুত্বপূর্ণ কাটবে। তার মধ্যে রয়েছে মীন রাশিও। মীন রাশির জাতক-জাতিকাদের স্বামী গুরু বৃহস্পতি। জ্যোতিষ অনুযায়ী, চলতি সপ্তাহে মীন রাশির জাতক-জাতিকাদের জন্য থাকছে মিশ্র ফল। (Saptahik Rashifal).

সপ্তাহের শুরুটা মীন রাশির জাতক-জাতিকাদের জন্য ভালই কাটবে। কোনও বড় সাফল্যে আপনার উৎসাহ, আত্মবিশ্বাস ও অন্তরের শক্তি বিকশিত হবে। আত্মবিশ্বাস বৃদ্ধির ফলও পরিলক্ষিত হবে। আত্মপ্রার্চুর্যে ভরপুর আপনার কাজে কর্মক্ষেত্রে  নিজের সেরাটা দিতে সক্ষম হবেন। কেরিয়ার ও ব্যবসায়িক কারণে যদি কোনও ভ্রমণ করেন তবে তা লাভদায়ক হতে পারে।

চাকরি-বাকরি

চাকরি যাঁদের প্রধান পেশা, তাঁদের আয়ের অতিরিক্ত সূত্র তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে যে সব মহিলা রয়েছেন, তাঁদের বড় কোনও উপলব্ধি হওয়ার সম্ভাবনা। তাঁদের সম্মান শুধু কাজের জায়গায় নয়, বাড়বে নিজের পরিবারের মধ্যেও। কর্মক্ষেত্রে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাওয়া যাবে। অনেকদিন ধরে যদি পৈতৃক সম্পত্তি নিয়ে আপনি ভাবনাচিন্তা করছেন বা তার আরও সমৃদ্ধি চাইছেন, তো সে মনস্কামনা পূরণ হতে পারে। 

ব্যবসায়ীদের জন্য

মনমতো লাভ হতে পারে ব্যবসায়ীদের। সম্পত্তি সংক্রান্ত কোনও মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেতে পারেন। সপ্তাহের শেষের দিকে, সরকার সম্পর্কিত কোনও ব্যক্তির সহায়তা পেতে পারেন। ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও কাজ সম্পূর্ণ হতে পারে।

প্রেমিক-প্রেমিকাদের জন্য শুভ সময়। মজবুত হবে বন্ধন। প্রেমিক-প্রেমিকারা একে অপরের সঙ্গে সুসময় কাটাতে পারবেন, তৈরি হতে পারে এমন যোগ। সুখের হবে দাম্পত্য জীবনও।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

তথ্যসূত্র – এবিপি লাইভ

আরও দেখুন



Source link