কলকাতা: তৃণমূলের মুখপাত্র পদ থেকে অপসারিত প্রাক্তন সাংসদ শান্তনু সেন। আর জি কর কাণ্ড নিয়ে সরব হওয়ার কারণেই কি কোপের মুখে শান্তনু? শান্তনুকে আগেই অপসারণ করা হয়েছে বলে দাবি জয়প্রকাশ মজুমদারের। ‘আর জি কর কাণ্ডে চক্রান্তে যাঁরা ছিল, তাঁদের রেয়াত করিনি’ বলে গতকালই বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে ইঙ্গিত দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরই তাঁকে পদ থেকে সরানো হল। (Santunu Sen)
যদিও তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ বলেন, “তৃণমূলের যে মুখপাত্রদের তালিকা রয়েছে, সেই তালিকা থেকে প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে সরিয়ে দেওয়া হয়েছে। আর জি করের যে ঘটনা দেখেছেন, তা শুরু হওয়ার পর পরই অব্যাহতি দেওয়া হয় তাঁকে। এই বিষয়টি আপনাদের কাছে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটাই জানান। গত কয়েক দিনে তাঁর যে মন্তব্য মিডিয়ায় এসেছে, তা একান্ত ভাবেই তাঁর ব্যক্তিগত। দলের দায় নেই।” (RG Kar Medical Student Death Case)
আর জি কর নিয়ে এ যাবৎ যা বলেছেন, তার বাইরে আর কিছু বলবেন না বলে গতকালই এবিপি আনন্দকে জানিয়েছিলেন শান্তনু। তাঁর বক্তব্য ছিল, “আর জি কর নিয়ে গতকাল পর্যন্ত যা বলার বলেছি। আজ থেকে আর কিছু না বলার সিদ্ধান্ত নিয়েছি। আমি দলের মুখপাত্র, তাই দলের হয়ে কাজ করতাম। প্রথম দিন থেকে তৃণমূল করি। ভাল, খারাপ সময় দেখেছি, মার খেয়েছি। আগামী দিনে তৃণমূলের সঙ্গেই থাকব, এ নিয়ে কোনও দ্বিমত নেই। মুখপাত্র হিসেবে এতদিন দলকে ডিফেন্ড করে এসেছি। কিন্তু এক্ষেত্রে আমার বিবেকের তাড়না রয়েছে। আবার দলকে ডিফেন্ড করতে গেলে চিকিৎসকরা ভাবছেন, দলের হয়ে কথা বলছি। আবার দলের কেউ কেউ বলছেন, আমি চিকিৎসকদের হয়ে কাজ করছি, দলের হয়ে নয়।”
আর জি কর নিয়ে পর পরে বেশ কিছু মন্তব্য করেন শান্তনু। তাঁর মন্তব্য ছিল, “আর জি করে শিক্ষার দফারফা হয়ে গিয়েছে। হয় সে খবর যায় না মুখ্যমন্ত্রীর কাছে, অথবা তাঁকে জানতে দেওয়া হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক সদর্থক কাজ করেছেন মহিলাদের জন্য়। কিন্তু আর জি করের সমস্ত খবর ওঁর কাছে পৌঁছয় না।” সন্দীপ ঘোষের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ উঠেছে বলেও দাবি করেন তিনি। এমনকি আর জি করের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদমাধ্যমে মুখ খোলেন শান্তনুর স্ত্রীও। তাঁদের মেয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
এর পরই, বুধবার বিতকেলে বেহালার সভা থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মমতা। যাঁরা মুখপাত্রের পদ ছেড়ে দিয়েছেন বলছেন, তিনি তাঁদের সরিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেন। বলেন, “কয়েক জন বলছেন, তাঁরা মুখপাত্রের পদ ছেড়ে দিয়েছেন। জেনে রাখুন, আমরা তাঁদের আগেই সরিয়ে দিয়েছি। এই চক্রান্তের মধ্যে তাঁদের কেউ কেউ ছিলেন।”
আরও পড়ুন: RG Kar Ransack: RG করে পুলিশের আউটপোস্টেও ভাঙচুর, তাৎক্ষণিক প্রতিক্রিয়া, না কি পরিকল্পিত হামলা?
আরও দেখুন