Santragachi Tirupati Express Accident: ২ ট্রেনের পাশাপাশি সংঘর্ষ ! বিকট শব্দে লাইনচ্যুত একাধিক বগি, দুর্ঘটনার কবলে সাঁতরাগাছি-তিরুপতি সুপারফাস্ট এক্সপ্রেস !
হাওড়া: হাওড়ায় লাইনচ্যুত সাঁতরাগাছি-তিরুপতি সুপারফাস্ট এক্সপ্রেস। লাইনচ্যুত তিরুপতি এক্সপ্রেস, দক্ষিণ-পূর্ব রেলে ব্যাহত পরিষেবা। সাঁতরাগাছি থেকে শালিমার যাচ্ছিল ফাঁকা তিরুপতি এক্সপ্রেস। পাশের লাইন দিয়ে যাচ্ছিল পার্সেল ভ্যান। ক্রসিং পেরোনোর সময় ২ ট্রেনের পাশাপাশি সংঘর্ষ। ২টি ট্রেনই ধীর গতিতে থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা।
দক্ষিণ-পূর্ব রেলে হাওড়ার পদ্মপুকুর স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে সাঁতরাগাছি-তিরুপতি সুপারফাস্ট এক্সপ্রেস। পাশের ট্রেনের সঙ্গে পাশাপাশি সংঘর্ষে লাইনচ্যুত হয় তিরুপতি এক্সপ্রেসের ২টি বগি। পাশের ট্রেনের একটি বগিও লাইনচ্যুত হয়। সাঁতরাগাছি-শালিমার লাইনে ট্রেন চলাচল ব্যাহত। সকাল সাড়ে ৯টা নাগাদ পদ্মপুকুর স্টেশনের কাছে দুর্ঘটনা ঘটে। সাঁতরাগাছি থেকে শালিমারের দিকে যাচ্ছিল ফাঁকা তিরুপতি এক্সপ্রেস। পাশের লাইন দিয়ে যাচ্ছিল পার্সেল ভ্যান। ক্রসিং পেরোনোর সময় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে পাশের ট্রেনের পাশাপাশি সংঘর্ষ হয়। লাইনচ্যুত হয় তিরুপতি এক্সপ্রেসের ৫ ও ৬ নম্বর বগি। দুটি ট্রেনই ধীর গতিতে চলায়, যাত্রী না থাকায়, বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
আরও পড়ুন, ৭৬ তম প্রজাতন্ত্র দিবসে আকাশপথে পুষ্পবৃষ্টি বায়ুসেনার
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আরও দেখুন