জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছরের শেষ দিনেও জয়-জয়কার বাংলার। মঙ্গলবার শক্তিশালী কেরালাকে হারিয়ে ৩৩তম ট্রফি তুলল বাংলা। ছ’বছর পর সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হল বাংলা। ২০১৭-১৮ এবং ২০২১-২২ মরসুমে এই সন্তোষ ট্রফি ফাইনালে কেরালার কাছে হেরে গিয়েছিল বাংলা। দু’বারই টাইব্রেকারে হারতে হয় বাংলাকে। আজকের ম্যাচেও ঠিক একই দিকে যাচ্ছিল বাংলা। কিন্তু অবশেষে সঞ্জয় সেনের দলের পক্ষ থেকে ৯০+৪ মিনিটে রবি হাঁসদার।
আরও পড়ুন: EXPLAINED | Virat Kohli: ‘কিং ইজ নো মোর!’ কেরিয়ারের জঘন্যতম বছর কি?
সন্তোষ ট্রফিতে শেষবার বাংলার সাফল্য এসেছিল ২০১৬-১৭ সালে। তারপর থেকে শুধুই ব্যর্থতা। গত কয়েক বছর ধরে সেই বাংলা সন্তোষ থেকে ফিরেছে শূন্য হাতে। দুবার ফাইনালেও হারতে হয়েছে।
আরও পড়ুন: WATCH | Vinod Kambli: হাসপাতালেই ‘চাক দে ইন্ডিয়া’ কাম্বলির! বছর শেষে ফেস্টিভ মুডে হাসপাতালে নার্সের সঙ্গে
তবে গত মরশুমে বাংলাকে বিদায় নিতে হয়েছে, একেবারে প্রাথমিক রাউন্ড থেকেই। অবশেষে সমস্ত প্রতীক্ষার অবসান। হায়দরাবাদের গাচ্চিবৌলি স্টেডিয়ামে আক্রমণাত্মক মুডে ছিল বাংলা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করে ম্যাচের নায়ক সেই রবি হাঁসদা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)