# Tags
#Blog

Santanu Sen: টানা সাতবার! ফের IMA-র রাজ্য সম্পাদক নির্বাচিত শান্তনু সেন…

Santanu Sen: টানা সাতবার! ফের IMA-র রাজ্য সম্পাদক নির্বাচিত শান্তনু সেন…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  এই টানা সপ্তমবার!‌ ফের IMA-র রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন শান্তনু সেন-ই। তাঁর পক্ষে ভোট পড়ল ৪৩০, বিপক্ষে ১১৬। অশান্তির আশঙ্কায় রীতিমতো বাউন্সার নামিয়ে চলল ভোট গণনা।’

আরও পড়ুন:  Humayun Kabir: দিল্লি থেকে এল বিজেপির বই! এবার মিসড কলের গেরোয় হুমায়ুন কবীর?

১২ বছর  IMA-র রাজ্য সম্পাদক পদে শান্তনু। এবার অবশ্য় ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সেকথা ঘোষণাও করে দিয়েছিলেন। বলেছিলেন, চিকিত্‍সকদের সংগঠনে রাজনৈতিক নেতাদের থাকা উচিত নয়। কিন্তু সিদ্ধান্ত বদল করেন তৃণমূলের এই চিকিত্‍সক নেতা। যে পদে ছিলেন, সেই রাজ্য় সম্পাদক পদেই মনোনয়ন জমা দেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ। 

শান্তনু বলেছিলেন, ‘পরিবর্তিত পরিস্থিতিতে রাজ্যের অনেক সিনিয়র চিকিত্‍সক, অনেক সিনিয়র লিডার, আমাদের ১৬০ ব্রাঞ্চ আছে। অনেক ব্রাঞ্চ থেকে বিভিন্নভাবে এমনভাবে অনুরোধ করতে থাকে, তাদের এত অনুরোধের কারণে একপ্রকার বাধ্য হয়েই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হচ্ছে’। দলের অনুমতি নিয়েই কি IMA-র ভোটে লড়ছেন? প্রাক্তন তৃণমূল সাংসদের জবাব ছিল, ‘IMA একটি অরাজনৈতিক সংগঠন। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। এর আগে যখন রাজ্য সভাপতি হয়েছিলাম, তখনও এই প্রসঙ্গ ওঠেনি। IMA-র সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনও রাজনৈতিক দলের সম্পর্ক নেই’। 

এদিকে রাজ্য সরকার মনোনীত সদস্য হিসেবে  মেডিক্যাল কাউন্সিলেও ছিলেন শান্তনু। সম্প্রতি সেই পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। কেন?  সূত্রের খবর, রাজ্যের তরফেই এই তৃণমূল নেতাকে অপসারণের সুপারিশ করা হয়। সেই সুপারিশ মেনে নিয়েছে কাউন্সিল। 

আরও পড়ুন:  Kolkata: বড় মাপের বিপদের মুখে কলকাতা! ক্রমশ গতিপথ বদল করছে গঙ্গা, আর ভাঙনের করাল গ্রাসে ডুবছে শহর…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal