NOW READING:
বিতর্কের কেন্দ্রে রয়েছেন, তাঁর মধ্যেই এবার আইপিএলের আগে বড় সিদ্ধান্ত নিলেন স্যামসন
December 23, 2024

বিতর্কের কেন্দ্রে রয়েছেন, তাঁর মধ্যেই এবার আইপিএলের আগে বড় সিদ্ধান্ত নিলেন স্যামসন

বিতর্কের কেন্দ্রে রয়েছেন, তাঁর মধ্যেই এবার আইপিএলের আগে বড় সিদ্ধান্ত নিলেন স্যামসন
Listen to this article


জয়পুর: রাজ্য দলে তিনিই সিনিয়র ক্রিকেটার। দলের অধিনায়কও। কিন্তু তবুও তাঁকেই শৃঙ্খলাভঙ্গের জন্য অ্য়াসোসিয়েশনের কোপের মুখে পড়তে হয়েছে। বিজয় হাজারে ট্রফির দল থেকেও বাদ পড়েছেন। এরই মধ্যে এবার আগামী আইপিএলের আগে বড় সিদ্ধান্ত নিতে চলেছেন সঞ্জু স্য়ামসন (Sanju Samson)। আইপিএলের রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্যামসন। সাধারণত উইকেট কিপার ব্যাটার হিসেবেই দায়িত্ব সামলান। রাজস্থানে এতদিন জস বাটলার ছিলেন। কিন্তু সেক্ষেত্রেও বাটলারের থেকে বেশি স্যামসনকেই উিকেটের পেছনে দেখা গিয়েছে। কিন্তু আগামী মরশুমে হয়ত সেভাবে তাঁকে উইকেট কিপার ব্যাটার হিসেবে দেখা যাবে না। 

কিছুদিন আগেই এবি ডিভিলিয়ার্সের ইউটিউব চ্যানেলে এই সাক্ষাৎকারে উইকেট কিপারের দায়িত্ব নিয়ে মুখ খুলেছেন স্যামসন। গত নিলামের আগে রাজস্থান স্যামসনকে ১৮ কোটি টাকা মূল্যে রিটেন করেছে। একই সঙ্গে রাজস্থানে রয়েছেন ধ্রুব জুড়েলও। জাতীয় দলের জার্সিতে টেস্টে যিনি এখন প্রতিটা সিরিজেই থাকছেন। চলতি বর্ডার গাওস্কর ট্রফিতেও একটি ম্য়াচে খেলেছিলেন ধ্রুব। তাই স্য়ামসন চাইছেন যে ধ্রুবের সঙ্গে এই দায়িত্বটা ভাগাভাগি করে নিতে। স্যামসন বলেছেন, ”আমি অফিশিয়ালি কিছু বলছি না। কিন্তু আমি মনে করি যে ধ্রুব জুড়েল রয়েছে আমাদের দলে। ও জাতীয় দলের জার্সিতে টেস্টে এখন প্রায় নিয়মিতই খেলে। ওরও হয়ত আইপিএলে উইকেটের পেছনে দায়িত্ব সামলাতে হতে পারে। আমরা হয়ত দায়িত্বটা ভাগাভাগি করে নিতে চাই। আমি ফিল্ডার হিসেবে কখনও ক্যাপ্টেন্সি করিনি। এটা আমার কাছে একটু চ্যালেঞ্জিংই হবে হয়ত।”

আরও দেখুন



Source link