NOW READING:
‘সবসময় ধোনি ভাইয়ের সান্নিধ্যে থাকার চেষ্টা করি’, কেন এমন বললেন স্যামসন?
March 12, 2025

‘সবসময় ধোনি ভাইয়ের সান্নিধ্যে থাকার চেষ্টা করি’, কেন এমন বললেন স্যামসন?

‘সবসময় ধোনি ভাইয়ের সান্নিধ্যে থাকার চেষ্টা করি’, কেন এমন বললেন স্যামসন?
Listen to this article


মুম্বই: আইপিএলের দামামা বেজে যাবে আর কিছুদিন পরেই। আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। তার আগে মহেন্দ্র সিংহ ধোনির বন্দনায় সঞ্জু স্য়ামসন (Sanju Samson)। কীভাবে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) অধিনায়কের জীবনে প্রভাব ফেলেছেন বিশ্বজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি, তা জানিয়ে দিলেন সঞ্জু। জিও হটস্টারের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে স্যামসন বলেন, ”সব তরুণ ক্রিকেটারদের মতই আমিও মহেন্দ্র সিংহ ধোনির অনেক বড় ভক্ত। চেষ্টা করি যতটা বেশি সময় ধোনি ভাইয়ের সঙ্গে সময় কাটানো যায়। অনেক কিছু শেখার আছে ওঁনার থেকে। সিএসকের বিরুদ্ধে যতবার আমাদের ম্যাচ হয়, আমি ততবার ধোনি ভাইয়ের সঙ্গে বসে কথা বলার চেষ্টা করি। আমার মনে আছে শারজাতে সিএসকের বিরুদ্ধে বিরুদ্ধে একটা ম্য়াচে আমি ভাল পারফর্ম করেছিলাম। ৭০-৮০ রান করেছিলাম। এরপর ম্য়াচ আমরা জিতে যাই। আমি ম্য়াচের সেরা নির্বাচিত হয়েছিলাম সেবার। এরপরই প্রথমবার আমি মাহি ভাইয়ের সঙ্গে দেখা করি। সেই থেকে আমাদের শুরু।”

রুতুরাজ গায়কোয়াডের নেতৃত্বে চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলতে নামবেন ধোনি। এবার নিলামের আগে ৪ কোটি টাকা দিয়ে ধোনিকে রিটেন করেছে সিএসকে। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এমএসডি শুধুমাত্র আইপিএলে খেলছেন। 

ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিংহ ধোনির অবদানের কথা সবার জানা। ধোনির সম্মানার্থে এবার কি বিশেষ সাত টাকার কয়েন চালু করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? সোশ্যাল মিডিয়ায় এমনই একটি খবর ছড়িয়ে পড়েছে। একটি মুদ্রার ছবিও ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, উজ্জ্বল সোনালি রংয়ের একটি মুদ্রা। যার এক পিঠে লেখা মহেন্দ্র সিংহ ধোনি, ট্রফি কালেকটর। সেই মুদ্রার অপর পিঠে ইংরেজিতে লেখা এমএস ধোনি। সঙ্গে ৭ সংখ্যা ও ধোনির স্বাক্ষর।

গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এরকমই কিছু পোস্ট। যেখানে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেটে ধোনির অবদানের কথা মাথায় রেখে এবং ভারতের জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়ককে সম্মান জানাতে রিজার্ভ ব্যাঙ্ক নতুন ৭ টাকার কয়েন চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

এমনিতেই মহেন্দ্র সিং ধোনির সঙ্গে সাত সংখ্যাটি অঙ্গাঙ্গীভাবে নিবিড় ভাবে জড়িয়ে রয়েছে। ৭ জুলাই ধোনির জন্মদিন। তাঁর জার্সি নম্বরও সাত। এ বার থেকে এই তালিকাতে কি যুক্ত হতে চলেছে ৭ টাকার কয়েনও?

আরও দেখুন



Source link