ডারবান: মাত্র ৪৭ বলে নিজের কেরিয়ারের দ্বিতীয় টি-২০ সেঞ্চুরি করলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে নাগাড়ে দুই আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সেঞ্চুরি করলেন স্যামসন। ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই (IND vs SA 1st T20I) এল তাঁর চোখধাঁধানো ইনিংস.
যশস্বী জয়সওয়াল, শুভমিন গিলদের অনুপস্থিতি এবং রোহিত শর্মার অবসরের বাংলাদেশের বিরুদ্ধে ওপেন করার সুযোগ পেয়েছিলেন স্যামসন। সেই সিরিজ়ের তৃতীয় ম্যাচে মাত্র ৪০ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তারকা কিপার-ব্যাটার। ভারতীয় হিসাবে আন্তর্জাতিক বিশ ওভারের ম্যাচে এটি দ্রুততম সেঞ্চুরি ছিল। হায়দরাবাদে বাংলাদেশের বিরুদ্ধে যেখানে শেষ করেছিলেন, ঠিক তার পরের ম্যাচে যেন সেখান থেকেই শুরু করলেন স্যামসন। একেবারে শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন তিনি।
A hundred off just 47 balls 💯
Sanju Samson becomes the first Indian batter to make back-to-back T20I tons 🌟#SAvIND 📝: https://t.co/jWrbpilVUL pic.twitter.com/PIXnG2brq8
— ICC (@ICC) November 8, 2024
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাওয়ার প্লেতেই ২০ বলে ৩৫ রান তুলে ফেলেন স্যামসন। এরপর ফিল্ডাররা ছড়িয়ে গেলেও কিন্তু স্যামসনের আক্রমণের ঝাঁঝ এতটুকুও কমেনি। নাকাবার বিরুদ্ধে অষ্টম ওভারে নাগাড়ে দুই ছক্কা হাঁকান স্যামসন। তারকা কিপার-ব্যাটার নব্বইয়ের ঘরের দিকে এগোলেও, তাঁর আগ্রাসন এতটুকুও কমেনি। তিনি দেখতে দেখতেই সেঞ্চুরি পূরণ করে ফেলেন। মাত্র চতুর্থ ব্যাটার হিসাবে ফিল সল্টদের তালিকায় যোগ দিয়ে নাগাড়ে দ্বিতীয় বিশ ওভারের ম্যাচে সেঞ্চুরি এল স্যামসনের ব্যাট থেকে।
ম্যাচের সমস্ত লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে…
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বল ছাড়তে গিয়ে উড়ল স্টাম্প, কেএল রাহুলের বোল্ড দেখে হতবাক নেটপাড়া
আরও দেখুন