WATCH | Sanjiv Goenka-KL Rahul Controversy: ‘রাহুল পরিবারের…’ নেতা বেচে মালিকের উবাচ! ভাইরাল পডকাস্টের ভিডিয়ো

Estimated read time 1 min read
0 0
Listen to this article
Read Time:9 Minute, 52 Second


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২২ সাল থেকে লখনউ সুপার জায়ান্টসের (LSG) অধিনায়ক ছিলেন কেএল রাহুল (KL Rahul)। তবে সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) আইপিএল ফ্র্যাঞ্চাইজি তাঁকে ধরে রাখেনি। রাহুলকে লখনউ ছেড়ে দেওয়ায়, ভারতের স্টাইলিশ ব্য়াটার আইপিএল নিলামে নিজের নাম তুলছিলেন। পার্থ জিন্দালের (Parth Jindal) দিল্লি ক্য়াপিটালস (Delhi Capitals) রাহুলকে ১৪ কোটি টাকায় দলে নিয়েছে। 

এলএসজি-র রিটেনশনের পর দলের মালিক সঞ্জীব বলেছিলেন, ‘দেখুন আমাদের মাইন্ডসেট খুবই সহজ ছিল। আমরা তাদেরকেই ধরে রেখেছি, যাদের জয়ের মানসিকতা রয়েছে। যারা ব্যক্তিগত লক্ষ্য এবং আকাঙ্ক্ষার আগে দলকেই রাখে।’ সেই গোয়েঙ্কাই এবার উল্টো সুরে গান গাইলেন! একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন। রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্টে গোয়েঙ্কা বললেন একদম অন্য় কথা!

আরও পড়ুন: ২০২৬, ২০৩০, ২০৩৪, পরপর তিন বিশ্বকাপ কোন দেশে? এখনই জেনে নিন

গোয়েঙ্কা বলেন,’দেখুন কেএল রাহুল সবসময়ে আমার পরিবারের মতো, আর সেটাই থাকবে। ওর নেতৃত্বে লখনউ তিন বছর খেলেছে। ওর মেয়াদে দুর্দান্ত ফলাফল হয়েছে। আমি মন থেকে ওর ভালো চাই, সে যাই হয়ে যাক না কেন!’ মানুষ রাহুলের ভূয়সী প্রশংসা করেছেন গোয়েঙ্কা। তাঁর সংযোজন, ‘খুবই ভালো ও সত্‍ মানুষ রাহুল। আমি চাই ওর জীবনে সবকিছু ভালো হোক। ও খুবই প্রতিভাবান এবং আমি চাই রাহুল ওর প্রতিভা, বিশ্বের কাছে তুলে ধরুক। আমি খুবই নিশ্চিত যে, ও ভালো করবেই। আমার শুভকামনা ওর সঙ্গে রয়েছে।’

চলতি বছর লখনউ সুপার জায়েন্টস ও সানরাইজার্স হায়দরাবাদের, খেলা শেষ হওয়ার পরেই দেখা গিয়েছিল যে, লখনউ দলের মালিক সঞ্জীব স্ট্যান্ড থেকে নেমে এসেছিলেন মাঠে। তারপর ভরা স্টেডিয়ামে তিনি তীব্র ভর্ৎসনা করেছিলেন তাঁর অধিনায়ক রাহুলকে ! রাহুল চুপ করে সব শুনে যান। গোয়েঙ্কা ঠিক কী বলেছিলেন রাহুলকে তা শোনা যায়নি বটে, তবে তাঁদের কথোপকথনের, বলা ভালো একজনেরই কথা বলার ধরন ও অঙ্গভঙ্গি দেখে সাফ বোঝাই গিয়েছিল যে, মালিক অগ্নিশর্মা হয়েই দলের অধিনায়ককে ধুয়ে দিয়েছেন। সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছিল। মালিকের অনভিপ্রেত আচরণ নিয়ে বিস্তর চর্চা চলেছিল সোশ্য়াল মিডিয়ায়। যদিও পরে ‘গালি’ বদলে গিয়েছিল তালিতে!  এই প্রসঙ্গে গোয়েঙ্কা বলেছেন, ‘এমন কিছু মুহূর্ত আসে যখন আপনি অনুভূতিপ্রবণ হয়ে পড়েন। সেই অনুভূতির বহিঃপ্রকাশও হয়। কিন্তু তা সম্পর্কের উপর প্রভাব ফেলে না। সম্পর্ককে প্রভাবিত করাও উচিত নয়। আমি মন থেকে এটাই বলব, ওর জন্য় আমার সম্মানও আছে, ভালোবাসাও আছে।’

রাহুল আইপিএলের সম্প্রচারকারী চ্য়ানেলে গোয়েঙ্কার রিটেনশন বিবৃতির জবাব দিয়েছিলেন। রাহুল বলেছিলেন, ‘সিদ্ধান্ত তো আগেই হয়ে গিয়েছিল। আমি জানি না ঠিক কী কী মন্তব্য করা হয়েছে। তবে তা রিটেনশনের পরেই করা হয়েছে। শুধু মনে হয়েছে আমি নতুন করে শুরু করতে চেয়েছিলাম। আমি আমার বিকল্পগুলি অন্বেষণ করতে চেয়েছিলাম এবং আমি এমন কোথাও খেলতে চেয়েছিলাম যেখানে আমি স্বাধীনতা পাব। দলের পরিবেশ অনেক ফুরফুরে হবে। বেশি ভারসাম্যপূর্ণ থাকবে। কারণ আইপিএলে এমনিই প্রচুর চাপ থাকে। আমি জিটি (গুজরাট টাইটান্স) এবং সিএসকে (চেন্নাই সুপার কিংস) এর মতো ড্রেসিংরুমের পরিবেশ চেয়েছিলাম। আমি ভারসাম্যপূর্ণ এবং শান্ত পরিবেশ চেয়েছিলাম। একজন খেলোয়াড় হিসাবে যা গুরুত্বপূর্ণ, অ্যান্ডি ফ্লাওয়ার এবং গৌতম গম্ভীরের সঙ্গে এলএসজি-তে এমনই কিছু চেষ্টা করেছিলাম। পরে জাস্টিন ল্যাঙ্গারের সময়েও এমন ছিল। কিন্তু কখনও কখনও আপনাকে দূরে সরে যেতে হয় ও কিছু খুঁজে বার করতে হয়।’ রাহুলের সঙ্গে প্রাক্তন মালিকের ঠিক কী সম্পর্ক, একমাত্র তারাই বলতে পারবেন।

আরও পড়ুন: অধিনায়কই অভিভাবক; তরুণ তুর্কিকে উচিত শিক্ষা! হোটেলে রেখেই বেরিয়ে গেল টিম বাস…

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 





Source link

About Post Author

JagoronBarta

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *