Sanjay Dutt: চেনেন না অথচ সঞ্জয় দত্তের নামে ৭২ কোটির সম্পত্তি রেখে গেলেন নিশা, কে এই নারী?

Estimated read time 1 min read
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউডের দাপুটে অভিনেতা সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। কখনও নাম জড়িয়েছে অপরাধজগতের সঙ্গে, কখনও আবার বলিউডে তাঁর বন্ধুদের ভাষায় তাঁর মতো মানুষ হয় না। সবমিলিয়ে সঞ্জয় দত্তের জীবন সাদা কালোয় মোড়া কিন্তু রঙিন। আপাতত কোনও ছবির প্রচারে নেই তিনি, তবে এরই মাঝে খবরের শিরোনামে সঞ্জয় দত্ত। এক মহিলা তাঁর উইলে তাঁর সম্পত্তির পুরোটাই লিখে দিয়েছেন সঞ্জয়ের নামে। কে এই মহিলা?

আরও পড়ুন- Youtuber Ranveer Alhabadia: মা-বাবার যৌন জীবন নিয়ে অশ্লীল মন্তব্য, চাপে পড়ে ক্ষমা চাইলেন রণবীর…

বলিউডের তারকা দম্পতি সুনীল দত্ত ও নার্গিসের সন্তান তিনি। ১৯৮১ সালে ‘রকি’ সিনেমার হাত ধরে অভিনয় জগতে পা রাখেন সঞ্জয়। প্রথম ছবিই হিট। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সঞ্জুবাবাকে। ১৩৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছে সঞ্জয় দত্ত। তার একসময়ের ‘চকোলেট বয়’ ইমেজ বহু তরুণীর হৃদয়ে ঝড় তুলেছিল। যে কারণে সঞ্জয়ের মহিলা অনুরাগীর সংখ্যা ছিল হাজারও।

সম্প্রতি উঠে সঞ্জয় দত্তের এমনই এক মহিলা অনুরাগীর কথা ফের চর্চায়। সেই মহিলার নাম নিশা পাতিল, যিনি সঞ্জয়ের একনিষ্ঠ ভক্ত। সালটা ছিল ২০১৮। সে বছর পুলিশের কাছ থেকে একটি ফোন পান সঞ্জয়। জানতে পারেন, তাঁর মহিলা অনুরাগী নিশা নিজের মৃত্যুর আগে অভিনেতার নামে কয়েক কোটি টাকার সম্পত্তি উইল করে গেছেন। নিশা পাতিলের মোট সম্পত্তির পরিমাণ ছিল ৭২ কোটি টাকা। এমনকি তিনি ব্যাঙ্কগুলোকেও চিঠি লিখে জানিয়েছিলেন, তাঁর সব সম্পত্তি সঞ্জয় দত্তকে দিয়ে দেওয়া হোক। জানা যায় তিনি গৃহবধূ, এক মারণ রোগে আক্রান্ত ছিলেন নিশা। মৃত্যুর আগেই তাঁর সম্পত্তি লিখে দেন সঞ্জয়কে। 

এমন ঘটনা পুলিসের কাছ থেকে জানতে পেরে হতবাক হয়ে যান খোদ সঞ্জয় দত্তও। তিনি নিশাকে চিনতেনও না। কোনোদিন তাঁদের দেখাও হয়নি। যে কারণে ভক্তের এমন পাগলামো কর্মকাণ্ডে সায় দেননি তিনি। সঞ্জয় জানান, পুরো ঘটনায় তিনি অভিভুত। তবে নিশার সম্পত্তি ভোগ করতে চান না তিনি। অভিনেতা বলেছিলেন, ‘আমি কোনও দাবি করব না। আমি নিশাকে চিনতাম না এবং পুরো ঘটনা নিয়ে আমি এতটাই অভিভূত যে এ বিষয়ে কথা বলাও কঠিন’। 

আরও পড়ুন- Humayun Ahmed | Meher Afroz Shaon: ক্যানসারে নয়, শাওনের গাফিলতিতে হুমায়ূন আহমেদের মৃত্যু! বিস্ফোরক অভিযোগ প্রকাশকের…

অভিনেতার আইনজীবী নিশ্চিত করেন, ‘আমরা জানিয়ে দিয়েছি, সঞ্জয় দত্ত কোনও সম্পত্তির ওপর দাবি জানাবেন না এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে সকল সম্পদ নিশার পরিবারকে ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ মেনে চলবেন।’

প্রসঙ্গত, সঞ্জয় দত্ত নিজেই ২৯৫ কোটি টাকার মালিক। ছবি পিছু তিনি ৮-১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন বলে জানা যায়। মুম্বাই ও দুবাইয়ে তাঁর একাধিক বাড়ি ও বিলাসবহুল গাড়ি রয়েছে। একটি হুইস্কি ব্র্যান্ডের মালিক তিনি, আবার একটি ক্রিকেট দলেরও সহ-মালিক। এছাড়াও রয়েছে আরও একাধিক ব্যবসা। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours