NOW READING:
WATCH | Sanjay Bangar’s Son Transformation: আরিয়ান থেকে আজ সে অনন্যা! চর্চায় বাঙ্গারপুত্রের কন্যা হয়ে ওঠার রামধনু গল্প…
November 11, 2024

WATCH | Sanjay Bangar’s Son Transformation: আরিয়ান থেকে আজ সে অনন্যা! চর্চায় বাঙ্গারপুত্রের কন্যা হয়ে ওঠার রামধনু গল্প…

WATCH | Sanjay Bangar’s Son Transformation: আরিয়ান থেকে আজ সে অনন্যা! চর্চায় বাঙ্গারপুত্রের কন্যা হয়ে ওঠার রামধনু গল্প…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার (Sanjay Bangar)। তাঁর পুত্র আরিয়ান বাঙ্গারও (Aryan Bangar) ক্রিকেট খেলেন। তবে এই প্রতিবেদন বাঙ্গারকে নিয়ে নয়, বরং তাঁর পুত্রের কন্যা হয়ে ওঠার গল্প…আরিয়ান এখন থেকে অনন্যা! বাঙ্গারপুত্র হরমোন প্রতিস্থাপন অস্ত্রোপচার করিয়ে রূপান্তরকামী হয়েছেন। দীর্ঘ ১১ মাসের এই পরিবর্তের যাত্রা ইনস্টাগ্রামে শেয়ার করেই নেটপাড়ায় চর্চায় অনন্যা। 

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় রোহিতহীন ভারত! ডনের দেশে গুরুদায়িত্বে কে? জিজি বেছে নিলেন ওপেনার

অনন্যা লেখেন, ‘পেশাগতভাবে ক্রিকেট খেলার স্বপ্নকে ধাওয়া করায় আত্মত্যাগ, স্থিতিস্থাপকতা এবং নিষ্ঠার গল্প রয়েছে। মাঠে নেমে সকাল থেকেই শুরু হয়ে যেত অন্যদের সন্দেহ! তাদের বিচারের মুখে পড়তাম। প্রতিটি পদক্ষেপেই শক্ত থাকতে হয়েছে আমায়। তবে খেলার বাইরেও আমার আরও একটি যাত্রা রয়েছে। নিজেকে আবিষ্কারের পথেও ছিল বিরাট চ্য়ালেঞ্জ। সত্যিকারের নিজেকে আপন করে নেওয়া, স্বাচ্ছন্দ্য়কে বিসর্জন দেওয়া সহজ ছিল না। আজ, আমি যে কোনো স্তরে বা বিভাগে যে খেলাধুলাকে ভালোবাসি, তার অংশ হতে পেরে গর্বিত, শুধুমাত্র একজন ক্রীড়াবিদ হিসেবে নয়, আমার খাঁটি সত্তা ধরে রেখেছি। রাস্তা সহজ ছিল না, কিন্তু নিজেকে প্রকৃত ভাবে খুঁজে পাওয়া ছিল শ্রেষ্ঠ বিজয়।’

আরও পড়ুন: অন্ধকার ঘরে আদিম খেলায় দেশের স্টার ক্রিকেটার ! মডেল-বান্ধবীদের সঙ্গে ৫৭ সেকেন্ডে…

 এখন প্রশ্ন রূপান্তরকামীদের কি ক্রিকেট খেলার অনুমতি রয়েছে? আইসিসি-র সিদ্ধান্ত অনুযায়ী, ট্রান্সজেন্ডার অ্যাথলিটরা মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিতে পারে না। ২০২৩ সালের নভেম্বরে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা এই রায় দিয়েছিল। আইসিসি-র সিইও জিওফ অ্যালার্ডিস জানিয়ে ছিলেন, এই নিয়মের নেপথ্য়ে একাধিক কারণ থাকলেও, মহিলা ক্রিকেটের অখণ্ডতা ও নিরাপত্তা বজায় রাখাই ছিল আসল কারণ।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)  

 





Source link