NOW READING:
Sania Mirza-Shoaib Malik: সানিয়া মির্জা ফের শিরোনামে, টেনিসসুন্দরীর এক্স ফের হতে চলেছেন বাবা!
March 18, 2025

Sania Mirza-Shoaib Malik: সানিয়া মির্জা ফের শিরোনামে, টেনিসসুন্দরীর এক্স ফের হতে চলেছেন বাবা!

Sania Mirza-Shoaib Malik: সানিয়া মির্জা ফের শিরোনামে, টেনিসসুন্দরীর এক্স ফের হতে চলেছেন বাবা!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টেনিস সুন্দরী সানিয়া মির্জা সব সময় খবরের শিরোনামে থাকেন। জীবনের সাফল্য অনেক হলেও, ব্যক্তিগত জীবন তার মোটেও সুরে বাজে নি। টেনিস থেকে অবসর নেওয়ার পরে তিনি আপাতত সিঙ্গেল মাদার। পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহবিচ্ছেদের পড়ে তিনি নতুন করে আর কোন সম্পর্কে জড়াননি। কিন্তু তার প্রাক্তন অর্থাৎ শোয়েব মালিক ২০২৪ এ গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে। এবার দ্বিতীয়বার বাবা হতে চলেছেন শোয়েব মালিক, এমনই খবর শোনা যাচ্ছে।  উইম্বলডনজয়ী এবং অলিম্পিকজয়ী টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে তাঁর প্রেম,তারপর বিয়ে যতটা চমকপ্রদ ছিল, তার থেকেও বেশি চমকপ্রদ ছিল বিচ্ছেদ। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন  Google News

২০১০ সালে সানিয়া-শোয়েব গাঁটছড়া বেঁধেছিলেন। দুই ক্রীড়া দম্পতির বিয়ে নিয়ে ভারত ও পাক এই দুই দেশেই ভক্তদের মধ্যে ছিল তুমুল উত্তেজনা। ২০১৮ সালে আসে তাঁদের পুত্র সন্তান আজহান মালিক। টেনিস ও ক্রিকেটের এই যুগলবন্দীতে ভাসছিল করাচি থেকে হায়দরাবাদ। বিধি বাম হল দুই দেশের অভ্যন্তরীণ-নীতি। পাকিস্তান এবং ভারতের সম্পর্ক তলানিতে ঠেকল, সেই সঙ্গে শোয়েব ও সানিয়ার ভৌগলিক দূরত্ব বাড়তে থাকল। সানিয়া এরপর দুবাইতে বাড়ি কেনেন শোয়েব ও সানিয়া একসঙ্গে থাকার জন্য। কিন্তু মানসিক দূরত্ব বাড়তেই থাকে ক্রমশ। 

আরও পড়ুন: এনার্জি ড্রিংকের ধাক্কায় বেজায় ফাঁসলেন অঙ্কিতা লোখণ্ডে, ২৫ শিল্পীর মধ্যে আছেন বাঙালি অদ্রিজাও…
 
২০২৪-এ যখন শোয়েব মালিকের দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসে পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে তাই নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল। টেনিস সুন্দরী সানিয়া মির্জার ভক্ত এবং সারা ভারত অবাক হয়ে যায় এই খবরে। পরে সানিয়ার পরিবার থেকে জানানো হয়, শোয়েব মালিকের বিয়ের কিছুদিন আগে সানিয়া এবং শোয়েবের বিবাহ বিচ্ছেদ হয়েছে।

সম্প্রতি, সানা জাভেদ একটি পাকিস্তানি অনুষ্ঠানের রমজানের বিশেষ পর্বে উপস্থিত হয়েছিলেন, সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হওয়া একটি ক্লিপে, সানাকে কিছু খাবার দেখে অসুস্থ বোধ করতে দেখা যায়। এর ফলে ভক্তরা অনুমান করেন যে তিনি গর্ভবতী। গর্ভাবস্থার প্রথম দিকে এটি ঘটে বলে অনেকে মনে করেন। গর্ভাবস্থায় এই ধরণের প্রতিক্রিয়া সাধারণ বলেও মন্তব্য করেন নেটিজেনরা।

আরও পড়ুন: হাসপাতালে সামান্থা! নোংরা-অশালীন মন্তব্যে ভরে গেল সোশ্যাল মিডিয়া…

মনে করা হচ্ছে খুব শীঘ্রই আবারও বাবা হতে চলেছেন শোয়েব মালিক। তবে এইসব জল্পনা শোয়েব-সানা দুজনেই স্বীকার বা অস্বীকার করেননি। তারা এই বিষয়টি নিয়ে নীরব থাকাই শ্রেয় বলে মনে করেছেন। তবে সানিয়া ও শোয়েব তাঁদের সন্তানের দায়িত্ব এখনও যৌথভাবে পালন করেন তাঁরা।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল

 





Source link