ABP Ananda Live: ফের উত্তপ্ত সন্দেশখালি। দলেরই একাংশের কাঠগড়ায় শেখ শাহজাহান ঘনিষ্ঠ বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তৃণমূল নেতা হাজি সিদ্দিক মোল্লা। এবার তাঁর বিরুদ্ধে পঞ্চায়েত অফিসের বৈঠকে সরকারি আধিকারিককে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যদের একাংশের অভিযোগ, নির্মাণ সহায়কের হাত-পা কেটে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হাজি সিদ্দিক মোল্লা। বিডিও-র কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই নির্মাণ সহায়ক। প্রশাসনের তরফে সন্দেশখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দলেরই পঞ্চায়েত প্রধানকে গ্রেফতারের দাবিতে গতকাল বেড়মজুর এলাকায় মিছিল করেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও কর্মীরা। তাঁদের অভিযোগ, হাজি সিদ্দিক মোল্লার ব্যাপক দুর্নীতি নিয়ে তাঁরা প্রশাসনের নানা স্তরে অভিযোগ জানিয়েছিলেন। তার তদন্ত করতেই গতকাল পঞ্চায়েত অফিসে এসেছিলেন নির্মাণ সহায়ক। তখনই তাঁকে কটূক্তি করে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। অন্যদিকে, হাজি সিদ্দিক মোল্লার দাবি, গোটাটাই তাঁর বিরুদ্ধে চক্রান্ত।
+ There are no comments
Add yours