# Tags
#Blog

Sheikh Shahjahan: ‘রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেফতারি’, জামিন চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ শেখ শাহাজাহান!

Sheikh Shahjahan: ‘রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেফতারি’, জামিন চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ শেখ শাহাজাহান!
Listen to this article


অর্ণবাংশু নিয়োগী:  ‘গ্রেফতারির পিছনে রাজনৈতিক উদ্দেশ্য’! সন্দেশখালিকাণ্ডে জামিন চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ শেখ শাহাজাহান। চলতি সপ্তাহের মামলাটি শুনানি সম্ভাবনা। 

আরও পড়ুন: Mamata Banerjee vs Suvendu Adhikari: ‘অভিযোগ প্রমাণ করতে পারলে পদত্যাগ করব’ , শুভেন্দুকে পাল্টা চ্যালেঞ্জ মমতার‌

একসময়ে সন্দেশখালির ‘ত্রাস’ ছিলেন যিনি, সেই শেখ শাহাজাহান প্রায় ৩৫০ দিন সিবিআইয়ের হেফাজতে। সন্দেশখালিকাণ্ডের পর ও তৃণমূলকে নেতা গ্রেফতার করে রাজ্য পুলিস। কবে? গত বছরের অর্থাত্‍ ২০২৪ সালে ২৯ ফেব্রুয়ারি। এরপর আদালতের নির্দেশে রেশন দুর্নীতি মামলায় শাহাজাহানকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই। সেই মামলাতেই হাইকোর্টে জামিনের আবেদন করেছেন অভিযুক্ত।
 
জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ শেখ শাহাজাহান

‘গ্রেফতারির পিছনে রাজনৈতিক উদ্দেশ্য’
‘কেন্দ্রীয় সরকারের বিরোধী রাজনৈতিক দলের সদস্য় শেখ শাহাজাহান’
‘অভিযোগের প্রভাব চরম প্রতিহিংসার ফসল’
‘সুনির্দিষ্ট কোনও প্রমাণ নেই। অনুমানের ভিত্তিতে ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার ঘটনায় নাম জড়ানো হয়েছে’
‘সেই সময় তাঁর ফোন ব্যস্ত থাকা মানেই এটা প্রমাণিত হয় না যে,  মানুষজনকে হামলার জন্যে প্ররোচনা দিচ্ছিলেন’
‘ফোনে কথোপকথনের কোনও প্রতিলিপি দেখাতে পারেনি তদন্তকারী সংস্থা’
‘কোনও সাক্ষীও একথা বলেননি যে,  হামলার পিছনে শাহজাহানের প্ররোচনা ছিল’!

বিজেপি নেতা সজল ঘোষ বলেন, ‘এতো সবাই বলে। যে ধরা পড়ে, আটক কখন বলেছে, আমি অপরাধী, আমি খুনি? আসামী তো একই কথা বলে আমি নির্দোষ। রাজনৈতিক একটা দল করে, মমতা বন্দ্যোপাধ্যায় যা যা শিখিয়ে দিয়েছে, বলছে, তুই এগুলি বলবি। ও সেগুলি বলেছে। ওটা কি ওর কথা! স্কুল, কলেজ কতদূর আমরা কেউ জানি না।  সেই লোকটা কী করে বলল? ওর কথা হতে পারে না। ওর মুখ দিয়ে বসানো হচ্ছে। কথাটা তো অন্য় কারও। আর জামিন চাইতে এরকম কিছু কথা তো বলতেই হয়।  আশ্চর্যের কিছু নেই’। এর আগে, শাহাজাহানের জামিনের আবেদন খারিজ হয়ে যায় নিম্ন আদালতে।

আরও পড়ুন:  Kolkata Sexual Assault: শোভাবাজারে শিশুকে নৃশংস ধর্ষণ! সবক শেখাতে ‘বর্বর’ রাজীবকে ফাঁসির সাজা…

ঘটনার সূত্রপাত গত বছরের ৫ জানুয়ারি। সেদিন রেশন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহাজাহানের বাড়িতে গিয়েছিলেন ইডি-র আধিকারিকরা। । কিন্তু বাড়ি তখন তালাবন্ধ ছিল। অনেকক্ষণ ডাকাডাকির পরেও কারও সাড়াশব্দ পাওয়া যায়নি। এরপর তালা ভাঙা চেষ্টা করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, তখন আচমকাই শুরু হয় বিক্ষোভ। ইডি আধিকারিকদের লক্ষ্য করে ইটবৃষ্টি করেন বিক্ষোভকারীরা। গুরুতর আগত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ইডি-র ৩ আধিকারিকরা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal