NOW READING:
‘মুখ্যমন্ত্রী মঙ্গলে যাচ্ছেন নাকি অন্তরীক্ষে সেই নিয়ে আগ্রহ নেই’, আক্রমণে শমীক
March 20, 2025

‘মুখ্যমন্ত্রী মঙ্গলে যাচ্ছেন নাকি অন্তরীক্ষে সেই নিয়ে আগ্রহ নেই’, আক্রমণে শমীক

‘মুখ্যমন্ত্রী মঙ্গলে যাচ্ছেন নাকি অন্তরীক্ষে সেই নিয়ে আগ্রহ নেই’, আক্রমণে শমীক
Listen to this article



<p>ABP Ananda LIVE: ‘২ বছর পরপর আমরা বাইরে যাওয়ার চেষ্টা করি, কিন্তু একদল লোক আছে, যাঁরা কুচক্রী’ । জাপান আমাদের বারবার আমন্ত্রণ জানিয়েছে, ২ বছর পর যাব’ । পোলান্ড, অস্ট্রেলিয়া, কানাডাও আমন্ত্রণ জানিয়েছে’, জানালেন মুখ্যমন্ত্রী লন্ডন যাওয়ার আগে টাস্ক ফোর্স গঠন মুখ্যমন্ত্রীর । টাস্ক ফোর্সে প্রশাসনিক দিকের দায়িত্বে বিবেক কুমার, প্রভাত মিশ্রর মতো IAS-রা । থাকবেন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, ডিজিপি রাজীব কুমার ও সিপি মনোজ ভার্মা । মন্ত্রীদের মধ্যে দায়িত্বে থাকবেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজিত বসুরা । দায়িত্বে থাকবেন অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিম । দলের বিষয়টা দেখে নেবেন সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্যায়। &nbsp;’মুখ্যমন্ত্রী মঙ্গলে যাচ্ছেন নাকি অন্তরীক্ষে সেই নিয়ে আগ্রহ নেই’, আক্রমণে শমীক।&nbsp;</p>



Source link