কলকাতা : বিধানসভা ভোটের আগে কোমর বাঁধছে বিজেপি। আর তার আগে নতুন রাজ্য সভাপতি নির্বাচনের তৎপরতা গেরুয়া শিবিরে। নতুন সভাপতির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। কেন্দ্রীয় নেতৃত্বের সবুজ সংকেতে বিধানসভা ভোটের আগে রাজ্য বিজেপির ব্যাটন উঠতে চলেছে শমীক ভট্টাচার্যের হাতে। বুধবার দুপুরে সল্টলেকে দলীয় দফতরে সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন শমীক। ‘একজনই মনোনয়ন জমা’ দেওয়ায় সর্বসম্মতিতে তিনিই দল পরিচালনা দায়িত্ব পেতে চলেছেন। তবে, আনুষ্ঠানিক নাম ঘোষণা বৃহস্পতিবার হবে। এই সংক্রান্ত খবর এদিন দিনভর প্রকাশিত হচ্ছে এবিপি লাইভের পেজে। ওয়েবসাইটের পাশাপাশি ফেসবুক-সহ বিভিন্ন সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে এই খবর দেখেছেন বা এখনও দেখছেন বহু পাঠক। এরইমধ্যে এবিপি আনন্দর সোশাল মিডিয়া কার্ডের লেয়ার চুরি করে জনৈক ফেসবুক ইউজার বিকৃত তথ্য ছড়ানোর চেষ্টা করেছেন। একটি বিকৃত লাইন লিখে ছবি তৈরি করে তা অসৎ উদ্দেশে ছড়িয়ে দেওয়া হয়েছে সোশাল মিডিয়ায়। যার সঙ্গে এবিপি লাইভ ডিজিটাল প্ল্যাটফর্মের কোনও সম্পর্ক নেই। শুধু তা-ই নয়, বিজেপির নতুন রাজ্য সভাপতি হতে চলা শমীকের চরিত্র হননেরও চেষ্টা করা হয়েছে ওই ছবিতে।
সোশাল মিডিয়ায় বিকৃত একটি ছবি Partha Nandi নামে জনৈক ফেসবুক অ্যাকাউন্ট হোল্ডারের একটি লিঙ্ক আমাদের চোখে পড়ে। যেখানে এবিপি আনন্দের সোশাল মিডিয়া লেয়ারকে বিকৃত করে একটি সোশাল মিডিয়া কার্ড তৈরি করা হয়েছে এবং ফেসবুকে তা আপলোড করা হয়েছে। যে লাইনটি এবিপি আনন্দ ডিজিটালের লাইন নয়, এবং কোনও রুচিশীল মানুষের ব্যবহৃত লাইনও নয়। এবিপি আনন্দ ও এবিপি লাইভ বাংলার কোনও সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ধরনের কোনও লাইন ব্যবহারের প্রশ্নই ওঠে না।
দেখে নিন শমীক ভট্টাচার্যকে নিয়ে প্রকাশিত খবর
শমীক ভট্টাচার্যকে নিয়ে প্রকাশিত আরও একটি খবর দেখুন এখানে
সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভুয়ো কার্ড নীচে
খবর বিকৃত করে এই ছবিটি ছড়ানো হয়েছে
এক্স হ্যান্ডেলে আপলোড হওয়া এই সংক্রান্ত ভুয়ো পোস্ট দেখুন
বাবু খাইছো pic.twitter.com/z24c76KlWc
— Shree Krishna Paul (@skrishna1969) July 2, 2025
নীচে তার স্ক্রিনশট
ভুয়ো ছবিটির সঙ্গে এবিপি আনন্দের পোস্ট করা ছবির কোনও মিল নেই। কারণ এবিপি লাইভের তরফে শমীক ভটাচার্য সংক্রান্ত দু’টি কার্ডের একটিতে শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার-সহ বিজেপির অন্যান্য নেতৃত্বের সঙ্গে শমীক ভট্টাচার্যের রাজ্য বিজেপির সভাপতি পদে মনোনয়ন জমা দেওয়ার সময়ের ছবি। নীচে দেখুন অরিজিনাল সেই কার্ড-
আমাদের প্রকাশিত খবরের আরও একটি সোশাল মিডিয়া কার্ড দেখুন নীচে
ফ্যাক্ট চেক
সোশাল মিডিয়ায় পোস্ট করা ছবিটির সত্যতা যাচাই করার জন্য এবিপি লাইভ বাংলার তরফে ‘গুগল লেন্স’ এবং ‘রিভার্স ইমেজ’ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এছাড়াও অন্যান্য ফ্যাক্ট চেকের পদ্ধতিও অনুসরণ করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে এবিপি আনন্দের কোনও সোশাল মিডিয়া পেজে এই ছবি কখনই পোস্ট করা হয়নি।
বিকৃত ভাইরাল কার্ডটিতে ব্যবহৃত স্টাইলের সঙ্গে এবিপি আনন্দ ডিজিটালে ব্যবহৃত স্টাইলে বিস্তর ফারাক।
বিকৃত ভাইরাল কার্ডটি বানাতে এবিপি আনন্দের সোশাল ইমেজ লেয়ারের হুবহু লেয়ার ব্যবহার করা হলেও, বানানবিধি ও সম্পাদকীয় নীতি ফলো করতে পারেনি প্রতারকরা।
সোশাল মিডিয়া থেকে পাওয়া এই ভুয়ো ছবিটি ‘এবিপি আনন্দ’র লোগো ব্যবহার করে পোস্ট করা হচ্ছে। যে ছবিটি বিকৃত মানসিকতার কোনও ব্যক্তি বা ব্যক্তিবর্গের তৈরি করা। কোনও বিশেষ উদ্দেশ্য নিয়ে হয়তো এটি করা হচ্ছে। প্রত্যেক পাঠক ও দর্শকদের এই প্ররোচনায় পা না দিতে অনুরোধ করা হচ্ছে।