# Tags
#Blog

তৃণমূলস্তরে পরিষেবা পৌঁছে দেওয়াই লক্ষ্য, পুজোর পরই বেহালায় নতুন শাখা সমতা কো-অপারেটিভ ব্যাঙ্কের

তৃণমূলস্তরে পরিষেবা পৌঁছে দেওয়াই লক্ষ্য, পুজোর পরই বেহালায় নতুন শাখা সমতা কো-অপারেটিভ ব্যাঙ্কের
Listen to this article


রুমা পাল, কলকাতা: আর মাত্র কয়েক দিন বাকি পুজো আসতে। আর পুজোর পরই নতুন শাখা খুলতে চলেছে সমতা কো-অপারেটিভ ডেভলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড। ২৯ বছর আগে মাত্র চার- জন কর্মী নিয়ে পথচলা শুরু করেছিল এই সমবায় ব্যাঙ্ক। বর্তমানে মোট চারটি শাখা রয়েছে ব্যাঙ্কের। এবার নতুন একটি শাখা খুলতে চলেছে, এবার একেবারে খাস কলকাতার বুকে, বেহালায়। (Samata Co-Operative Deveopment Bank)

২৯ বছর আগে ২৪ সেপ্টেম্বর মাত্র চার জন কর্মীকে সঙ্গে নিয়ে পথ চলা শুরু করেছিল সমতা কো-অপারেটিভ ডেভলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড। এই সমবায় ব্যাঙ্কের প্রথম শাখা ছিল সল্টলেকে। এই মুহূর্তে সল্টলেকের করুণাময়ী, দুর্গানগর, সোনারপুর এবং পলতা, সমতা কো-অপারেটিভ ডেভলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেডের এই চারটি শাখা চালু রয়েছে। ২৯ বছর পূর্তিতেই বেহালায় নতুন শাখার ঘোষণা হল। (Kolkata News)

বর্তমানে এই সমবায় ব্যাঙ্কের গ্রাহক সংখ্যা ৬০ হাজার। ২০ হাজার মানুষ এই ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছেন। এবার পুজোর পর, বেহালার ঠাকুরপুকুরে নতুন শাখা খুলছে সমতা কো-অপারেটিভ ডেভলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড। সাধারণ ব্যাঙ্কিং পরিষেবার পাশাপাশি, সমতা কো-অপারেটিভ ডেভলপমেন্ট ব্যাঙ্ক গৃহঋণ, গাড়ি কেনার ঋণ এবং সোনার উপর ঋণ দেয়। এছাড়াও বিভিন্ন খাতে বিনিয়োগের সুবিধাও রয়েছে।

সমতা কো-অপারেটিভ ডেভলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেডের সিইও দেবাশিস ভট্টাচার্য বলেন, “আজকের দিনেই আমাদের ব্যাঙ্কের কাজ শুরু হয়েছিল। একটা ছোট ব্যাঙ্ক, যেখানে মাত্র চার জন কর্মী ছিলেন। বর্তমানে আমাদের কর্মীর সংখ্যা ৫০। সেই সময় আমাদের কোনও গ্রাহক বা বিনিয়োগকারী ছিল না। এখন সেটা ৮০ হাজারে পৌঁছেছে। সমবায় ব্যাঙ্কের মাধ্যমে মানুষকে যে দিশা দেখানো যায়, তা সমতা ব্যাঙ্কে কাজ করার সুবাদে করতে পারছি। বেহালায় শাখা খুলবে আমাদের পুজোর পরই।”

সমতা কো-অপারেটিভ ডেভলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেডের সল্টলেক শাখার ম্যানেজার সমিত মণ্ডল বলেন, “একদম তৃণমূলস্তরের মানুষের মধ্যে ব্যাঙ্কিং পরিষেবাকে পৌঁছে দিই আমরা। যাঁরা ঠিক ভাবে ফর্মও ফিলআপ করতে পারেন না, কোথায় টাকা রাখবেন, কোথা থেকে বেশি লাভবান হবেন, তাঁদের সেই দিশা দেখাই আমরা।” বেহালার নতুন শাখাটিতেও গ্রাহকরা ভিড় করবেন, আরও বেশি সংখ্যক মানুষকে ব্যাঙ্কিং পরিষেবার আওতায় আনা যাবে বলে আশাবাদী তাঁরা।

আরও পড়ুন: Anubrata Mondal: দেওয়ালে মমতার সহাস্য ছবি, সামনের চেয়ার থেকে নির্দেশ দিতেন এতদিন, আজ ঘরে ঢুকে কেঁদে ফেললেন অনুব্রত

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal