NOW READING:
Aditi Sharma-Avinit Koushik marriage | অদিতির বরের নোংরামিতে আমি অসুস্থ!, এবার মুখ খুললেন ‘চর্চিতপ্রেমিক’ সমর্থ্য গুপ্তা…
March 14, 2025

Aditi Sharma-Avinit Koushik marriage | অদিতির বরের নোংরামিতে আমি অসুস্থ!, এবার মুখ খুললেন ‘চর্চিতপ্রেমিক’ সমর্থ্য গুপ্তা…

Aditi Sharma-Avinit Koushik marriage | অদিতির বরের নোংরামিতে আমি অসুস্থ!, এবার মুখ খুললেন ‘চর্চিতপ্রেমিক’ সমর্থ্য গুপ্তা…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:এবার ‘অদিতি শর্মার’ পর তাঁর ‘চর্চিত প্রেমিক’ সহ-অভিনেতা ‘সমর্থ্য গুপ্তা’ এ বিষয়ে মুখ খুলেছেন। এই জঘন্য দাবি সমর্থ্য অস্বীকার করেছেন। তিনি এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ এবং ‘ক্ষতিকর’ বলেছেন। সমর্থ্য জানিয়েছেন যে, অভিযোগগুলো তার পরিবারকে গভীরভাবে প্রভাবিত করেছে এবং এই অভিযোগের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

এক সংবাদমাধ্যমের সঙ্গে এক আলাপচারিতায় স্প্লিটসভিলার প্রাক্তন প্রতিযোগী সামর্থ্য জানিয়েছেন যে এই কুত্‍সা তাঁর পরিবারকে, বিশেষ করে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়া তাঁর বাবাকে,গভীরভাবে প্রভাবিত করেছে।  তিনি বর্তমানে নিজের শহরে আছেন। তাঁর মা এই খবরটি দেখেছেন। পরিবারের সকলে মানসিকভাবে ভেঙে পড়েছে। ইতিমধ্যেই সামর্থ্যর পরিবার অনেক চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। 

‘অভিনীতে’র দাবি খারিজ করে, সামর্থ্য বলেন যে অদিতির সাথে তার বন্ধুত্ব গভীর এবং অটুট।

তিনি আরও বলেন, “আমরা ভালো বন্ধু, এবং আমরা সবসময় ভালো বন্ধু থাকব। এবং দ্বিতীয়ত, একজন পেশাদার হিসেবে, যখন আপনি চব্বিশ ঘন্টা একসঙ্গে কাজ করেন, তখন আপনি একটি পরিবার হয়ে ওঠেন।’ 

সামর্থ্য অদিতির দাম্পত্য জীবনের বিবরণও শেয়ার করেছেন, দাবি করেছেন যে স্বামীর সাথে সমস্যার কারণে তিনি সেটে একাধিকবার ভেঙে পড়েছিলেন।

তিনি  অদিতিকে সেটে আবেগাপ্লুত হতে দেখেছেন বহুবার।  সে বাকি সবার থেকে এই বিষয়টি গোপন রাখতে চেয়েছিল। কিন্তু একমাত্র সামর্থ্যকে তিনি স্বামীর অত্যাচারের সব কথা বলেছিলেন। অদিতির স্বামী সেটেও এসেছিল এবং এমনকি মারধোর করতো অভিনেত্রীকে। 

আরও পড়ুন: শ্রীদেবীর ‘ছেলে’-ই প্রেমে হাবুডুবু নায়িকার, কিন্তু সে গোপন কথা…

অভিনীতের সঙ্গে সাক্ষাতের কথা মনে পড়লে সামর্থ্য দাবি করেন যে, অদিতির স্বামী অভিনীত তাঁর জন্মদিন অনুমতি ছাড়াই তার মেকআপ রুমে প্রবেশ করেছিলেন।

সমর্থ্য আরও প্রকাশ করেছেন যে অভিনীত– অদিতির প্রতিটি সহ-অভিনেতার সঙ্গে সমস্যায় করেছিলেন, এমনকি যারা অদিতির, বাবা এবং ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তাদেরও সন্দেহ করতো। এমনকি বহুবার অদিতির মাকেও অসম্মান করেছেন অভিনীত।।

উল্লেখ্য   সামর্থ্য গুপ্তের সঙ্গে তাঁর চর্চিত সম্পর্কের যে অভিযোগ তুলেছেন স্বামী অভিনীত কৌশিক, সেই দাবির বিষয়ে এবার নীরবতা ভাঙলেন অদিতি শর্মা। তিনি বলেন, “সে প্রতিদিনই আমার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করত… যদি আমি মেলামেশা করি, তাহলে সে আমাকে দুশ্চরিত্রা, বেশ্যা বলত। যদি আমি কোনও ছেলের সঙ্গে চ্যাট করি,তাহলে তাঁর সমস্যা হত।” অদিতি জানিয়েছেন তাঁর স্বামীর এই আচরণ তাঁকে বন্ধুবান্ধব এবং পরিবারের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে।

২০২৪ সালে গোপনে ‘অভিনীত কৌশিকের’ স বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী অদিতি শর্মা। মাত্র মাস চারেক আগেই আইনি বিয়ে করেন। মাত্র চার মাসের মধ্যেই ভাঙল সেই বিয়ে।   
  আরও পড়ুন: বিচ্ছেদে পাকা সিলমোহর? নীলাঞ্জনার শরীর থেকে মুছে গেল যীশুর চিহ্ন!

অদিতির বিরুদ্ধে তাঁর স্বামীর অভিযোগ যে অদিতি ঠকিয়েছেন অভিনীতকে। তাঁর দাবি, অদিতি সহ অভিনেতা সমর্থ গুপ্তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। সেই কারণেই নাকি অদিতির সঙ্গে বিয়ে ভেঙেছে অভিনীতের। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী।   

অদিতির দাবি, ‘সমর্থ’ শুধুমাত্র তাঁর বন্ধু ও সহ অভিনেতা, এর চেয়ে বেশি কিছু নয়। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link