# Tags
#Blog

Booker Prize 2024: বুকার জিতে নিল মহাশূন্যতায় মহাকাশচারীদের একটি দিন! ইতিহাস গড়লেন সামান্থা…

Booker Prize 2024: বুকার জিতে নিল মহাশূন্যতায় মহাকাশচারীদের একটি দিন! ইতিহাস গড়লেন সামান্থা…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘোষণা হয়ে গেল এ বছরের বুকার প্রাইজের প্রাপকের নাম। এবার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক সামান্থা হার্ভে। তাঁর ‘অরবাইটাল’ উপন্যাসটি এই সম্মানে ভূষিত হল। ১৯৭৫ সালে জন্ম সামান্থার। দর্শনের ছাত্রী। পাশাপাশি ক্রিয়েটিভ রাইটিং নিয়েও রয়েছে তাঁর ডিগ্রি। জানা গিয়েছে, কোভিডকালে লকডাউনের সময়ে ‘অরবাইটাল’ বইটির বেশিরভাগটা লিখেছিলেন হার্ভে। ‘অরবাইটাল’ ১৩৬ পৃষ্ঠার বই। মহাকাশ নিয়ে লেখা এটি প্রথম কোনো বই, যেটি বুকার জিতল।

আরও পড়ুন: Russia: এবার তৈরি হচ্ছে ‘মিনিস্ট্রি অব সেক্স’! সরকার কী কাজ করবে এই দফতরের মাধ্যমে?…

বুকারের বিচারক প্যানেলের চেয়ারপার্সন এডমুন্ড ডে ওয়াল মঙ্গলবার বিচারকগোষ্ঠীর সর্বসম্মতিক্রমে ব্রিটিশ লেখক হার্ভেকে ‘অরবাইটাল’ বইটির জন্য তাঁকে বুকার পুরস্কারজয়ী হিসেবে ঘোষণা করেছেন। কী আছে হার্ভের সম্মানিত এই ‘অরবাইটালে’? আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে ছ’জন মহাকাশচারীর কাটানো একটি দিনকে বিস্তারিতভাবে ফুটিয়ে তোলা হয়েছে ‘অরবাইটাল’ বইতে। এখানে দুজন পুরুষ ও চারজন মহাকাশচারী মহিলার কাহিনি লিপিবদ্ধ।

এডমুন্ড ডে ওয়াল বইটিকে ‘ক্ষতবিক্ষত পৃথিবীর’ গল্প হিসেবে অভিহিত করে বলেন আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে ছয় নভোচারীর পৃথিবী প্রদক্ষিণ করা, ভিন্ন টাইম জোন জুড়ে থাকা, মহাকাশের আবহাওয়ার গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করা নিয়ে লেখা এ গল্পে প্রত্যেকেই বিষয়বস্তু, আবার কেউই বিষয়বস্তু নয়।

আর স্বয়ং লেখক কী বলছেন? পুরস্কার পাওয়ার পরে হার্ভে এক আশ্চর্য কথা বলেছেন। তিনি বলেছেন, যেসব মানুষ পৃথিবীর পক্ষে সরব থাকেন, অন্য মানুষের মর্যাদা, অন্য প্রাণের পক্ষে কথা বলেন এবং যেসব মানুষ শান্তি প্রতিষ্ঠায় সোচ্চার থাকেন ও কাজ করেন, তাঁদের সবার জন্য তিনি পুরস্কারের ৫০ হাজার পাউন্ড অর্থ উৎসর্গ করছেন।

আরও পড়ুন: Two Vande Bharat Expresses: অন্ধকারে জোড়া বিপদ! দু’টি ভিন্ন রুটের ‘বন্দে ভারতে’ ঘটে যেতে পারত বড় ধরনের দুর্ঘটনা…

প্রসঙ্গত, চলতি বছর বুকার পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের সংক্ষিপ্ত তালিকায় হার্ভে ছাড়া আরও চারজন ছিলেন। ছিলেন– মার্কিন লেখক র‍্যাচেল কুশনার (‘ক্রিয়েশন’ লেক বইয়ের জন্য), কানাডীয় লেখক অ্যান মাইকেলসও (‘হেল্ড’ বইয়ের জন্য) ছিলেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)  





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal