# Tags
#Blog

Saltlake | Mamata Banerjee: বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু শিশুর! ক্ষুব্ধ মমতা, কড়া ব্যবস্থার পথে…

Saltlake | Mamata Banerjee: বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু শিশুর! ক্ষুব্ধ মমতা, কড়া ব্যবস্থার পথে…
Listen to this article


প্রবীর চক্রবর্তী: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু স্কুলপড়ুয়ার। সল্টলেকে ২ নম্বর গেটের সামনে দুর্ঘটনা। ঘটনার পর রীতিমত ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। এই দুর্ঘটনা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবহন মন্ত্রীকে ডাকার নির্দেশ মমতার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি সব পক্ষকে নিয়ে বৈঠকে বসবেন। 

মমতা কড়া নির্দেশ দিয়ে জানিয়েছেন, এই ধরণের ঘটনা বন্ধ না হলে এবার থেকে খুনের ধারা দিয়ে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই ধরণের বিশৃঙ্খলা চলবে না। ৪৮ ঘণ্টার মধ্যে বৈঠকের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ইতোমধ্যেই জানা গিয়েছে, ১৪ নভেম্বর বিকেল ৫টার সময় বৈঠক। সেখানে সব সরকারি, বেসরকারি বাস সংগঠন, পুলিস, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ আধিকারিকরা থাকবেন।

বেপরোয়া দুটি বাসের রেষারেষিতে দুর্ঘটনা। স্কুটি করে স্কুলপড়ুয়াদের নিয়ে বাড়ি ফিরছিলেন অভিভাবক। সেইসময়ই স্কুটিতে ধাক্কা মারে বেপরোয়া বাস। সল্টলেক ২ নম্বর গেটের সামনে এই পথ দুর্ঘটনায় আহত হয় ২ স্কুলপড়ুয়া সহ মোট ৩ জন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে এক পড়ুয়ার মৃত্যু হয়।

আরও পড়ুন:Sanjay Roy | RG Kar Incident: আরজি কর কাণ্ডে চাঞ্চল্যকর বয়ান সঞ্জয়ের, মুখ খুলতেই বদলে গেল গাড়ি!

পুলিস সূত্রে খবর সল্টলেক লাগোয়া বেসরকারি স্কুলের পড়ুয়াদেরকে নিয়ে বাড়ি ফিরছিলেন অভিভাবক। সেইসময় সল্টলেক ২ নম্বর গেট থেকে ২১৫এ রুটের দুটি বাস রেষারেষি করছিল। দুটি বাস রেষারেষি করতে গিয়ে স্কুটিকে ধাক্কা মারে। ফলে গুরুতর আহত হন অভিভাবক ও স্কুলপড়ুয়ারা। তাঁদেরকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় উল্টোডাঙায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় এক পড়ুয়ার। 

এই ঘটনার জেরে বিক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিস। রাস্তায় দেহ রেখে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, অন্যান্য দিন পুলিস থাকলেও, আজ ওই জায়গায় কোনও পুলিস ছিল না। থাকলে হয়তো এই দুর্ঘটনা ঘটত না। পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগে সরব হয়েছেন তাঁরা। ধুন্ধুমার সল্টলেকে। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

WATCH | First Visuals From India’s Practice In Australia: ডনের দেশে ‘গোপন ডেরায়’ ভারত! চলছে মহারণের মহড়া, চলে এল প্রথম ভিজুয়াল…

WATCH | First Visuals From India’s Practice

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal