সত্যজিৎ বৈদ্য, সল্টলেক: সল্টলেকের সেচ আবাসনে (Salt Lake Housing) কলেজ পড়ুয়ার রহস্যমৃত্যু (Student Death)। চাঞ্চল্য ছড়াল এলাকায়। সেচ দফতরের আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। কলেজের বন্ধুদের সঙ্গে ঝামেলার জেরেই আত্মঘাতী বলে সন্দেহ। (College Student Death)
সল্টলেকের সেচ আবাসনে পড়ুয়ার রহস্যমৃত্যু
দুপুরবেলা আচমকা একটি জোরালো শব্দ। সল্টলেকের সেচ আবাসনের ও আশেপাশের বাসিন্দারা বেরিয়ে এসে দেখেন, আবাসনের ঠিক সামনেই পড়ে রয়েছেন ওই কলেজ পড়ুয়া। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ওপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। সঙ্গে সঙ্গে বিধাননগর দক্ষিণ থানায় খবর দেওয়া হয়, দেহ উদ্ধারও করা হয়েছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আবাসনের পাঁচতলার ওপরের ছাদ থেকে আচমকাই ঝাঁপ দেন ওই কলেজ পড়ুয়া। প্রাথমিক তদন্তে জানা যায় নিউটাউনের বেসরকারি যে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া তিনি সেখানে বন্ধুদের সঙ্গে ঝামেলা হয় তাঁর। এর জেরেই মানসিক অবসাদ ও এরপরেই চরম সিদ্ধান্ত বলে অনুমান। তবে ঠিক কী ঘটেছে সবটাই খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা আদিত্য বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘সেই সময় ছিলেন আমাদের পাম্প অপারেটর ও দু’জন নিরাপত্তারক্ষী। তাঁরা দেখেছেন। যে বিল্ডিংয়ে ঘটেছে সেখানকার বাসিন্দারা শব্দ পেয়েছেন। এর ওপর ভিত্তি করেই তদন্ত হচ্ছে। ওঁরাই ওই পড়ুয়াকে তুলে নিয়ে হাসপাতালে যান। সঙ্গে ওঁর মা ছিলেন। পাড়ার ছেলে, এই বিল্ডিংয়ে (সেচ আবাসন) থাকে না।’
আরও পড়ুন: RG Kar News: আরজি কর কাণ্ড নিয়ে ‘শর্ট ফিল্ম’, দলের রোষে পড়ে TMCP থেকে সাসপেন্ড রাজন্যা-প্রান্তিক
মাত্র দিন পাঁচেক আগেই নিউটাউনে এক বৃদ্ধের দেহ উদ্ধার হয়। নিউটাউনে ফ্ল্যাটের নীচের গেটের ওপর ঝুলছিল বৃদ্ধের রক্তাক্ত দেহ। স্থানীয় সূত্রে খবর, চারতলার ফ্ল্যাটবাড়ির ওপরের তলায় পরিবারের সঙ্গে থাকতেন বৃদ্ধ। ২৩ সেপ্টেম্বর সকালে আবাসনের গেটের ওপর তাঁর রক্তাক্ত দেহ ঝুলতে দেখেন বাসিন্দারা। ডিপ্রেশনের কারণে ওপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। অন্য কোনওভাবে মৃত্যু কি না, খতিয়ে দেখছে টেকনোসিটি থানার পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন