NOW READING:
Salman Khan: লরেন্স-ভয়ে কাঁটা ভাইজান! সেকেন্দারের শুটিং সলমানকে ঘিরে রাখছেন ৬০ জন…
November 11, 2024

Salman Khan: লরেন্স-ভয়ে কাঁটা ভাইজান! সেকেন্দারের শুটিং সলমানকে ঘিরে রাখছেন ৬০ জন…

Salman Khan: লরেন্স-ভয়ে কাঁটা ভাইজান! সেকেন্দারের শুটিং সলমানকে ঘিরে রাখছেন ৬০ জন…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  হায়দরাবাদে ‘সিকান্দার’-এর শুটিং চলছে  জোরকদমে। আর শুটিং শুরুর ৪৮ ঘণ্টার মধ্যেই ফের এল খুনের হুমকি সলমনের নাম করে। এই লরেন্স বিষ্ণোই সলমান খানকে একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়েছেন। সেইসময়ে থেকেই Y ক্যাটাগরি-সহ আরও জোরদার করা হয়েছে ভাইজানের নিরাপত্তা শুধু হুমকিই নয়, তার বাড়ি লক্ষ্য করে গুলিও ছুঁড়েছে। এরপর গত ১০ দিনে চারবার হত্যার হুমকি পেয়েছেন সলমান খান। ফলে জীবনের নিরাপত্তা নিয়ে কঠিন সময় পার করছেন সলমান খান ও তার পরিবার। কিন্তু জীবনের ঝুঁকি থাকার পরও ‘সিকান্দার’ সিনেমার শুটিং করছেন সলমান। হায়দরাবাদে ফালাকনুমা প্যালেস হোটেলে চলছে ছবির শুটিং। কদিন আগে তার ঘনিষ্ঠ বন্ধু এনসিপি নেতা ও সাবেক মন্ত্রী বাবা সিদ্দিক খুন হন। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাতে খুন হয়েছেন তিনি। আর এই লরেন্স বিষ্ণোই সলমান খানকে একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়েছেন। শুধু হুমকিই নয়, তার বাড়ি লক্ষ্য করে গুলিও ছুঁড়েছে। এরপর গত ১০ দিনে চারবার হত্যার হুমকি পেয়েছেন সলমান খান। ফলে জীবনের নিরাপত্তা নিয়ে কঠিন সময় পার করছেন সালমান খান ও তার পরিবার। কিন্তু জীবনের ঝুঁকি থাকার পরও ‘সিকান্দার’ সিনেমার শুটিং চালিয়ে যাচ্ছেন সলমান।

আরও পড়ুন: ‘এই বয়সে আর মানাচ্ছে না…’ ৫০-এর খোলামেলা মালাইকাকে কটাক্ষ…

 শুটিং জায়গায় সালমান খানকে চার স্তরের নিরাপত্তা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রাক্তন আধা-সামরিক কর্মীদের সহ ব্যক্তিগত নিরাপত্তা দেওয়া হয়েছে। সালমান খানের দীর্ঘদিনের দেহরক্ষী শেরা দলটি বাছাই করেছেন। তা ছাড়াও হায়দরাবাদ এবং মুম্বাই পুলিসের টিম রয়েছে। সব মিলিয়ে সুপারস্টার সালমানের নিরাপত্তায় ৫০ থেকে ৭০ সদস্যের একটি দল কাজ করছে। 

পরিচালক এআর মুরুগাদসের পরিচালনায় সেখানকার তাজ ফলুকনামা প্যালেসে চলছে সিনেমার শুটিং।  সলমনের বিপরীতে রশ্মিকা মন্দানা। এদিকে সলমনের হায়দরাবাদে শুটিং করার কথা জেনেই হোটেলের সামনে ভিড় জমিয়েছেন বহু অনুরাগী। একঝলক শুধু সেখান থেকে প্রিয় ভাইজানকে দেখবেন বলে।

আরও পড়ুন:  ‘ভারত ৪৭ সালে মোটেই স্বাধীনতা পায়নি!’, টুয়েলফথ ফেইলের হিরো কি নতুন কঙ্গনা?

সিনেমার পাশাপাশি বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’ সঞ্চালনা করে থাকেন সলমান খান। গত ৬ অক্টোবর আলোচিত এ শোয়ের ১৮তম সিজন শুরু হয়েছে। প্রতিবারের মতো এবারেও শোটি সঞ্চালনা করছেন সলমান খান। জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলেও এ শোয়ের শুটিংও বন্ধ রাখেননি ভাইজান।  

 

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link