NOW READING:
Salman Khan: যা কপালে খোদাই করেছেন খোদা, আয়ু ততদিনই! ‘সিকন্দর’ সলমানের মুখে হঠাত্‍ মৃত্যু…
March 27, 2025

Salman Khan: যা কপালে খোদাই করেছেন খোদা, আয়ু ততদিনই! ‘সিকন্দর’ সলমানের মুখে হঠাত্‍ মৃত্যু…

Salman Khan: যা কপালে খোদাই করেছেন খোদা, আয়ু ততদিনই! ‘সিকন্দর’ সলমানের মুখে হঠাত্‍ মৃত্যু…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘ভগবান যতদিন আয়ু লিখে রেখেছেন, ততদিনই বাঁচব…’

বলিউড সুপারস্টার ভাইজান সলমান খান অবশেষে, তাঁকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মৃত্যুর হুমকি এবং তাঁর অত্যন্ত ঘনিষ্ট বন্ধু বাবা সিদ্দিকীর মর্মান্তিক মৃত্যুর বিষয়ে এতদিন পর নীরবতা ভাঙলেন। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মৃত্যুর হুমকির বিষয়ে সালমান খান বলেন, ‘জিতনি উমর লিখি হ্যায়, উতনি লিখি হ্যায়’

 Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

২০১৮ সালে, যোধপুরের একটি আদালতে হাজিরা দেওয়ার সময়, লরেন্স বিষ্ণোই প্রকাশ্যে সলমান খানকে হত্যার হুমকি দিয়েছিলেন এবং বলেছিলেন, ‘আমরা সলমান খানকে হত্যা করব। আমরা যখন ব্যবস্থা নেব তখন সবাই জানতে পারবে। আমি এখনও পর্যন্ত কিছুই করিনি; তাঁরা আমাকে অকারণে অভিযুক্ত করছে।’

সম্প্রতি, তাঁর সিনেমার প্রচারের সময়, সলমান খানকে মিডিয়ার সঙ্গে আলাপচারিতায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির বিষয়ে বলেন, ‘ভগবান, আল্লাহ- সব ওঁর হাতেই। ভগবান যতদিন আয়ু লিখে রেখেছেন, ততদিনই বাঁচব… ব্যাস। একজন পাবলিক ফিগার হওয়ার জন্য, অনেক লোক নিয়ে চলতে হয়। তাই মাঝে মাঝে সমস্যা হয়।’

আরও পড়ুন:  ‘বাহুবলী’ আর ব্যাচেলর নন? শিল্পপতির মেয়েকেই তাহলে…

গত বছরের এপ্রিলে সলমান খানের বান্দ্রার বাসভবনে হামলার দায়িত্ব নেন লরেন্স বিষ্ণোইয়ের ছোট ভাই আনমোল। ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালীন কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগে অভিনেতার উপর প্রতিশোধ নিতে চেয়েছিলেন লরেন্স বিষ্ণোই গ্যাং। বিষ্ণোই সম্প্রদায়ের কাছে কৃষ্ণসার হরিণ অত্যন্ত পূজনীয় প্রাণী।

আরও পড়ুন:  ‘অবসাদ’-বিতর্কের জেরে ‘অসংবেনশীল’ প্রচারে লাগাম, সৃজিতের ‘কিলবিল সোসাইটি’ বাঁচার জন্য…

তাঁর বাড়িতে হামলার পর সলমান খান কাজ থামাননি। তাঁকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও, তিনি তাঁর কাজ চালিয়ে যান। ভাইজান বর্তমানে তাঁর আসন্ন ছবি সিকান্দারের প্রচার করছেন। ৩০ মার্চ মুক্তি পাবে এই ছবি। দীর্ঘদিন পর ঈদে মুক্তি পাবে এই ছবি । ‘গজিনি’ খ্যাত এ. আর. মুরুগাদোস পরিচালিত ছবিতে রশ্মিকা মন্দানার সঙ্গে রোমান্স করতে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যে অগ্রিম বুকিং-এ সিকান্দার ২ কোটি টাকার টিকিট বিক্রি করে আয় করেছেন, যা সিনেমার ইতিহাসে এই প্রথম। গত সপ্তাহে ট্রেলার লঞ্চের সময়, সলমান খান বলেছিলেন যে তিনি আত্মবিশ্বাসী যে সিকান্দার ২০০ কোটির ব্যবসা করবে। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link