NOW READING:
Salman Khan Death Threat: ‘বাড়িতে ঢুকে মারব, উড়িয়ে দেব গাড়ি’, ফের সলমানকে খুনের হুমকি! নড়েচড়ে বসল পুলিস…
April 14, 2025

Salman Khan Death Threat: ‘বাড়িতে ঢুকে মারব, উড়িয়ে দেব গাড়ি’, ফের সলমানকে খুনের হুমকি! নড়েচড়ে বসল পুলিস…

Salman Khan Death Threat: ‘বাড়িতে ঢুকে মারব, উড়িয়ে দেব গাড়ি’, ফের সলমানকে খুনের হুমকি! নড়েচড়ে বসল পুলিস…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের একবার প্রাণনাশের হুমকি পেলেন সলমান খান (Salman Khan)। এর আগেও খুনের হুমকি দেওয়া হয়েছিল তাঁকে আর সেই কারণে কয়েকবার তাঁর নিরাপত্তা বলয়ও বাড়ানো হয়েছে। কিন্তু সব ভয়-ভীতি কাটিয়ে যখনই স্বাভাবিক জীবনে ধীরে ধীরে ফিরছেন বলিউডের ভাইজান, তখনই ফের হুমকি পেলেন তিনি। 

আরও পড়ুন- Thakurpukur Accident: ‘দিন রাতের তফাত বুঝিনি’! ঠাকুরপুকুরকাণ্ডে ভিক্টোকে জেরা করতে গিয়ে অবাক পুলিস…

এবার সলমানের বাড়ি তথা গ্যালাক্সিতে ঢুকে মেগাস্টারকে খুন এবং বোমা মেরে গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। সূত্রের খবর, মুম্বইয়ের ওরলি পরিবহণ বিভাগের হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকির মেসেজটি পাঠানো হয়েছে। এই ঘটনায় ওরলি থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। এখন প্রশ্ন উঠেছে, সলমান খানকে হুমকির মেসেজটি পাঠাল কে? এ নিয়ে প্রশ্ন উঠতেই তা তদন্ত করছে কর্মকর্তারা।

প্রসঙ্গত, ১৯৯৮ সালের অক্টোবরে রাজস্থানে একটি সিনেমার শুটিংয়ে গিয়েছিলেন বলিউড তারকা। সেখানে তাঁর সঙ্গে সোনালি বেন্দ্রে, সাইফ আলিখান ও তাব্বু ছিলেন। তখন সলমান খানের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ উঠে। এরপর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে পড়েন তিনি। এরপর মাঝে মধ্যেই প্রাণ নাশের হুমকি পান অভিনেতা। এই গ্যাংয়ের নেতা লরেন্স বিষ্ণোই দাবি করেন যে সলমানকে ক্ষমা চাইতে হবে। 

আরও পড়ুন- Soha Ali Khan | Sharmila Tagore: ‘বাদ দিতে হয় ফুসফুসের একাংশ…’, ক্যানসারে শর্মিলার ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন সোহা…

গত বছরের ১৪ এপ্রিল দুই অজ্ঞাত পরিচয় যুবক মোটরসাইকেলে এসে বান্দ্রার সামনে চার রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে এ ঘটনার দায় স্বীকার করে নেওয়া হয়। এরপর গত বছরের মুম্বই ট্রাফিক কন্ট্রোলরুমের মাধ্যমে হুমকি দেওয়া হয় সলমান খানকে। এ ঘটনায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ১৮ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তাঁর নিরাপত্তার জন্য ওয়াই প্লাস ক্যাটাগরির সিকিউরিটি মঞ্জুর করা হয়। আর ধারাবাহিক হুমকির মধ্যেই বান্দ্রার বাড়ির সংস্কার করা হয়।

সূত্রের খবর, সলমান খানের জন্য উচ্চ প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা নিয়ন্ত্রণ করা হয়। ঘরের প্রতিটি জানালা বুলেটপ্রুফ। চারপাশে সিসিটিভি। ২৪ ঘণ্টা নজরদারি করা হয়। এরপরও ক্রমশ হুমকি দেওয়া হয় বলিউড ভাইজানকে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link