Bigg Boss 18 | Salman Khan: ‘আসল দুমুখো তাহলে আপনিই!’ অশনীরকে বিগ বস মঞ্চে অ্যাটাক সলমনের…

Estimated read time 1 min read
0 0
Listen to this article
Read Time:9 Minute, 4 Second


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস। এই শো নিয়ে দর্শকদের সবসময় আগ্রহ শীর্ষে থাকে। গত ৬ অক্টোবর ‘বিগ বস- সিজন ১৮’ শুরু হতেই দর্শকদের উত্তেজনা তুঙ্গে। এই শো-তে অংশগ্রহণ করেছেন অনেক চেনা মুখ। এই শো-এর প্রতিযোগি হিসেবে কে কে আসবে সেই নিয়ে জল্পনা-কল্পনা চলতে থাকে সারা বছর। শো-এর প্রিমিয়ারের দিনই আসল প্রতিযোগিদের সামনে আনেন ভাইজান। তবে পরে শো চলাকালীন আবার কোন প্রতিযোগি ওয়াইল্ড কার্ড হিসেবে অংশ নেবে তা নিয়েও চলে জল্পনা। 

আরও পড়ুন: বিচ্ছেদের পর কেটেছে ১২ বছর, মেয়ের জন্য নিলেন বড় সিদ্ধান্ত…

গত সপ্তাহে ওয়াইল্ড কার্ড প্রতিযোগি হিসেবে দিগ্বিজয় রাঠী ও কশিশ কাপুর আসে। এই সপ্তাহে দেশের সবথেকে জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ-বসের একটি প্রোমোতে অশনীর গ্রোভারকে দেখা যায়। অশনীর গ্রোভার বিগ বস- সিজন ১৮ তে ওয়াইল্ড কার্ড হিসেবে সলমন খানের মুখোমুখি হন। সেই প্রোমোতে দেখা যায় ভাইজান অশনীরকে ‘ডবল ফেসড্’ বলেন এবং বেশ কিছু বিতর্কিত প্রশ্নের সম্মুখীন হন। 

আরও পড়ুন: Gujarat: ‘শেরনি ডেলিভারি ওমেন’! বাচ্চাকে নিয়েই বেরিয়ে পড়লেন রাস্তায়… ভাইরাল ভিডিয়ো

অত্যন্ত ক্ষোভের সঙ্গে সলমন জিজ্ঞেস করেন, ‘আমি শুনেছি আপনি নাকি আমরা তো ওকে এইটুকুতেই সাইন করে দিয়েছি, এমনকি টাকার অঙ্কটাও ভুল বলেছেন এবং এক পডকাস্টে আমাকে নিয়ে সমস্ত মিথ্যে কথা বলেছেন। তাহলে এই দোগলাপনকে কী বলে?’  এর উত্তরে, অশনীর খুবই শান্ত ভাবে উত্তর দিয়েছিলেন, আপনাকে যে ব্র্যান্ড ব্র্যান্ড অ্যাম্বাসেডর দিয়েছি, সেটা খুবই ভালো পদক্ষেপ ছিল।’

আরও পড়ুন: Amitabh Bachchan | Abhishek Bachchan: অন্দরের গল্প ফাঁস! ‘অভিষেককে ডেকে ভুল করেছি’, আফসোস অমিতাভের…

উত্তরে সলমন বলেন, ‘এই যে মনোভাব(attitude) আপনি এখন দেখাচ্ছেন তা তখন তো স্পষ্ট ছিল না’। তখন অশনীর দাবি করেন যে পডকাস্টে তার কথাগুলোকে ভুলভাবে দেখিয়েছে।’

আরও পড়ুন: Bengali Mega Serial: টিআরপি তালিকার শীর্ষে ‘ফুলকি’, বাকিদের মধ্যে চলছে কড়া প্রতিযোগিতা…

একটি সাক্ষাত্কারে অশনীর, সলমান খানের সঙ্গে একটি ঘটনার কথা শেয়ার করেছিলেন। তিনি দাবি করেছিলেন যে তিনি একটি স্পনসরড বিজ্ঞাপনের শুটিং চলাকালীন অভিনেতার সঙ্গে দেখা করেছিলেন, তখন সলমানের ম্যানেজার অশনীরকে বলেছিলেন যে সে যেন সুপারস্টারের সঙ্গে ছবি না তোলেন।

আরও পড়ুন: Bengali Web Series: মৃত্যুর পরেও জীবনের উপলব্ধি! নতুন ঘরানায় হরর-কমেডি সিরিজ…

অশনীর এক পডকাস্টে বলেন, ‘আমি সলমানের সঙ্গে দেখা করি এবং আমি তাকে একটি স্পন্সরড বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য সব  সবিস্তারো বোঝাই। আমি তার সঙ্গে তিন ঘন্টা বসেছিলাম এবং তারপর তার ম্যানেজার আমাকে বলেছিলেন যে সলমান আমার সঙ্গে ছবি তুলবে না। আমিও তাকে বলেছিলাম যে আমিও ওনার সঙ্গে কোনও ছবি তুলতেও চাই না।’ 

আরও পড়ুন: Shraddha Walker Murder Accused: মুম্বইয়ের শ্রদ্ধাকে টুকরো করে ফ্রিজে রাখা আফতাব এবার লরেন্স বিষ্ণোইয়ের হিটলিস্টে! তটস্থ তিহার…

বিগ বসের প্রোমোতে সেই কথোপকথনের যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা হয়েছে সেখানে একজন সলমন ভক্ত বলেছেন, অশনীর তো শুধু হ্যাঁ হ্যাঁ বলছেন।’ আবার একজন লিখেছেন, ‘প্রথমবার আমি অশনীরকে এভাবে  নার্ভাস দেখছি, বেশ ভয় পেয়েছে। আরও বলেন ‘আচ্ছা তাহলে দোগলাপন (ডাবল স্ট্যান্ডার্ড) কথাটা নিজের জন্য।’

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

About Post Author

JagoronBarta

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *