Sajal Ghosh: পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। আহত শুভেন্দু,অ্যাম্বুলেন্স নিয়ে বিধানসভায় হাজির সজল, হাওড়ার বেলগাছিয়ায় বিরোধী দলনেতা। পুরমন্ত্রীর পরে বেলগাছিয়ায় বিরোধী দলনেতা। ক্ষতিগ্রস্তদের খাবার পরিবেশন শুভেন্দু অধিকারীর। এলাকাবাসীদের সঙ্গে কথা বললেন বিরোধী দলনেতা। ‘ঘর না পেলে জানাবেন। ১০০ পরিবারকে ৫ হাজার টাকা দিলাম’,বললেন শুভেন্দু।
নেই জল, বিদ্যুৎ। ভেঙে পড়ছে বাড়ি। বেলগাছিয়া জুড়ে শুধুই হাহাকার
জলসঙ্কট ছিলই । এখন গোদের উপর বিষফোঁড়া ধস ! হাওড়ার বেলগাছিয়ায় মানুষের সঙ্গী এখন শুধুই হাহাকার। ক্রমাগত চওড়া হচ্ছে ফাটল। প্রতিদিনই নতুন করে ধস নামছে। বাড়িতে ধরছে নতুন ফাটল। পুরনো চিড় চওড়া হচ্ছে। ঘর-দোর ছেড়ে ত্রিপল খাটিয়ে রাত্রিযাপন করছেন বেলগাছিয়ার মানুষ। তাঁরা এখন জলসঙ্কটের পাশাপাশি অস্তিত্বের সঙ্কটেও। মাথার ওপর ছাদ হারানোর আশঙ্কায় রাতের ঘুম উড়েছে। বালি পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের শতাধিক পরিবারের মাথায় হাত। বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিনই নতুন করে ধস নামছে, বাড়িতে ফাটল ধরেছে। আতঙ্কের দিন-রাত্রি কাটছে বহু মানুষের।