জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভিনেতা সইফ আলি খানের ওপর হামলার অভিযোগে এখন জেলে শরিফুল ইসলাম শেহজাদ। সম্প্রতি জামিনের আবেদন করলেও পুলিসের আপত্তিতে তাঁকে জামিন দেয়নি আদালত। তবে এবার নতুন রিপোর্টে এল চাঞ্চল্যকর তথ্য। চার্জশিটে দেখা গিয়েছে যে, সইফের ফ্ল্যাট থেকে যে আঙুলের ছাপগুলি সংগ্রহ করা হয়েছিল, সেগুলি গ্রেফতার হওয়া অভিযুক্ত শরিফুলের সঙ্গে মিলছে না। ২০টি স্যাম্পল স্টেট সিআইডি ফিঙ্গারপ্রিন্ট ব্যুরোতে পাঠানো হয়েছিল, যার মধ্যে ১৯ টি মেলেনি।
আরও পড়ুন- Anubrata Mondal vs Kajal Sheikh: গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে! কাজল ঘনিষ্ঠর কার্যালয় দখল করে তালা ঝোলাল অনুব্রত অনুগামীরা…
মঙ্গলবার পুলিস সূত্রে , অভিনেতার আবাসন থেকে পাওয়া কিছু আঙুলের ছাপের সঙ্গে মিলছে না অভিযুক্তের আঙুলের ছাপ! পুলিস সূত্রে জানা যায়, অভিনেতার বাথরুমের হাতল, আলমারির হাতল, দরজার হাতল-সহ একাধিক জায়গা থেকে আঙুলের যে ছাপ পাওয়া গিয়েছে তার সঙ্গে শরিফুলের আঙুলের ছাপের মিল নেই। এ ভাবে ২০টি আঙুলের ছাপের মধ্যে ১৯টি-ই নাকি মেলেনি! কেবল আটতলার ঘর থেকে পাওয়া আঙুলের ছাপের সঙ্গে মিলেছে অভিযুক্তের আঙুলের ছাপ। পুলিসের দাবি, বাকি জায়গার হাতলে অভিযুক্তের পাশাপাশি অন্যরাও হাত রেখেছিলেন।
অভিযুক্তের আঙুলের ছাপের উপরেই পড়েছে সেই ছাপগুলো। ফলে, মুছে গিয়েছে শরিফুলের আঙুলের ছাপ। পুলিসের দাবি, এই ধরনের অমিল অনেক তদন্তেই ঘটে থাকে। সাধারণত, হাজার জনের মধ্যে একজনের ছাপ মিলে যায়। তবে আটতলার ঘর থেকে পাওয়া আঙুলের ছাপই প্রমাণ করে দিচ্ছে, শরিফুল অভিনেতার বাড়িতে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন- Azmeri Haque Badhon: ‘আমি ভুল স্বীকার করি, কোনও অনুশোচনা নেই…’
পুলিসের চার্জশিটে আরও বলা হয়েছে, বাংলাদেশ থেকে আগত শরিফুল তাঁর পরিবারের কাছে অবৈধ ভাবে এক আত্মীয়ের মাধ্যমে টাকা পাঠাতেন। অনেক দিন ধরে বেঙ্গালুরুর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে অবৈধভাবে ভারতীয় মুদ্রা দেশ থেকে বাইরে পাঠানো হচ্ছিল। কয়েকদিন আগে শরিফুলের আইনজীবী অভিযুক্তর জামিন চেয়ে আদালতে জামিনের আবেদন করেছিলেন। সেই আবেদনের বিরোধিতা করে মুম্বই পুলিস।
তাঁদের দাবি ছিল, শরিফুল জামিনে মুক্তি পেলে মামলার ক্ষতি হতে পারে। তবে শরিফুলের আইনজীবী দাবি করেন, শরিফুল নির্দোষ। শুরু থেকে শেষ পর্যন্ত তদন্তে সহযোগিতা করেছেন তিনি। তাঁকে পুলিশি হেফাজতে রেখে বাড়তি কোনও তথ্য পাওয়ার সম্ভাবনা নেই। সইফ আলি খান ১৬ জানুয়ারি বান্দ্রায় তাঁর নিজ বাসভবনের ভেতরে ছুরিকাঘাতের শিকার হন। জরুরি অস্ত্রোপচার করা হয় অভিনেতার এবং পাঁচ দিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। ঘটনার দুই দিন পর শরিফুলকে গ্রেফতার করা হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)