NOW READING:
Saif Ali Khan Update: বিপন্মুক্ত সইফ! ছাড়া পেলেন হাসপাতাল থেকে, পাঁচদিন পর ফিরছেন বাড়ি…
January 21, 2025

Saif Ali Khan Update: বিপন্মুক্ত সইফ! ছাড়া পেলেন হাসপাতাল থেকে, পাঁচদিন পর ফিরছেন বাড়ি…

Saif Ali Khan Update: বিপন্মুক্ত সইফ! ছাড়া পেলেন হাসপাতাল থেকে, পাঁচদিন পর ফিরছেন বাড়ি…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলি নক্ষত্র সইফ আলি খান এখন বিপন্মুক্ত (Saif Ali Khan Update)। ছাড়া পেলেন মুম্বইয়ের লীলাবতি হাসপাতাল থেকে। সইফ ছিলেন ডাক্তার ডাঃ নীতীন নারায়ণ ডাঙ্গের দেখভালে। তিনি জানিয়ে ছিলেন যে, গত সোম রাতেই জানিয়ে ছিলেন যে, সইফের ডিসচার্জ পেপার তৈরি হয়ে গিয়েছিল, মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টার ভিতর তাঁকে বাড়ি পাঠানো হবে। এদিন দুপুর দু’টোর পর সইফকে নিতে করিনা কাপুর ও শর্মিলা ঠাকুর-সহ এসেছিলেন পরিবারের সদস্যেরা। পাঁচদিন পর বাড়ি ফিরছেন সইফ। অভিনেতাকে এক সপ্তাহ পুরোপুরি বিশ্রামের পরামর্শ দিয়েছেন ডাক্তাররা।

আরও পড়ুন: সিম তুলতে ‘খুকুমণি’র আধার! সইফ কাণ্ডে ধৃত শরিফুলের চাঞ্চল্যকর বাংলা যোগ…

ডাক্তারদের তত্ত্বাবধানেই থাকতে হবে অভিনেতাকে। ‘সৎগুরু শরণ’ আবাসনে ফিরছেন না সইফ, কিছুটা দূরের এক আবাসনে থাকবেন তিনি। আপাতত শ্যুটিং বা ওয়ার্ক-আউট করতে পারবেন না সইফ। সাফ জানিয়ে দিয়েছেন ডাক্তাররা। গত বৃহস্পতিবার সইফের বান্দ্রার বাড়িতে ডাকাতির চেষ্টা হয়েছিল। তখনই এক আততায়ী সইফকে প্রায় ছ’বার ছুরি দিয়ে কোপান। হামলার পর, ভোর সাড়ে তিনটে নাগাদ সইফ নিজেই অটো করে রক্তাক্ত অবস্থায় লীলাবতী হাসপাতালে গিয়েছিলেন। আপত্‍কালীন ভিত্তিতে স্পাইনাল ফ্লুইড লিকেজ বন্ধ করতে দ্রুত অস্ত্রোপচার করতে হয়েছিল সইফের। অভিনেতার মেরুদণ্ডে ৩ ইঞ্চির ছুরি আটকে গিয়েছিল। পাঁচ ঘণ্টার অস্ত্রোপচারের পর অভিনেতার মেরুদণ্ড থেকে ছুরিটি বের করে আনা হয়েছিল।
 
সইফ হামলায় গ্রেফতার হয়েছেন এক বাংলাদেশি। বলি তারকার উপর হামলার তিনদিন পর গত রবিবার ভোরে, মহারাষ্ট্রের থানে থেকে গ্রেফতার করা হয়েছিল সরিফুলকে। ধৃত হামলাকারী মহম্মদ সরিফুল আসলে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলেই জানা যাচ্ছে। ঘটনার ৫-৬ মাস আগেই সে মুম্বইতে চলে এসেছিল। যদিও সরিফুল নিজেকে বিজয় দাস নামেই পরিচয় দিয়েছিল বলে জানায় পুলিস। সিসিটিভি ক্যামেরায় সরিফুলের ছবি ধরা পড়ে যাওয়ায় পুলিস তাকে চিনে ফেলে। সরিফুলকে ধরার জন্য পুলিস ৩০টি তদন্তকারী দল গঠন করে। ধৃত সরিফুল বান্দ্রা থেকে প্রথমে দাদার আসে, সেখান থেকে ওয়ারলি হয়ে আন্ধেরিতে যায়। এভাবেই সে পুলিসের সঙ্গে লুকোচুরি খেলছিল। শেষপর্যন্ত যদিও পুলিসের জালে সে ধরা পড়ে যায়। তাকে থানে এলাকার একটি নির্জন রাস্তার পাশ থেকে হেফাজতে নেয় পুলিস। 

আরও পড়ুন: বাংলাদেশে একাধিক খুনের আসামি! সাজা থেকে বাঁচতে ভারতে পালিয়ে আসে সইফকাণ্ডে ধৃত শরিফুল…

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link