সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ডাক্তার-নার্স মার খাওয়ার পর সাগর দত্ত মেডিক্যালে নিরাপত্তায় জোর। কনস্টেবলের সংখ্যা বেড়ে হল ১২, এদের মধ্যে চারজন মহিলা কনস্টেবল। নিয়োগ করা হল আরও চারজন পুলিশ অফিসার। অর্থাৎ ১৬ থেকে বেড়ে কনস্টেবলের সংখ্যা হল ২৮। পুলিশ অফিসার চার থেকে বেড়ে হল ৮। এদের সঙ্গে ৮ জন সিভিক ভলান্টিয়ার মিলে সাগর দত্ত মেডিক্যালের নিরাপত্তায় মোতায়েন করা হল ৪৪ জনকে।
শুক্রবার সন্ধেয় রোগীমৃত্যুকে কেন্দ্র করে ফিমেল মেডিসিন ওয়ার্ডে তাণ্ডব, মহিলা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের নিগ্রহের ঘটনায় কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। গতকাল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে স্বাস্থ্যসচিব, ব্যারাকপুরের পুলিশ কমিশনার ও জেলাশাসকের বৈঠকের পরেই নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত হয়।
এদিকে, সুরক্ষা চেয়ে জুটল মার- এই অভিযোগেই ফের কর্মবিরতির হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের। সাগর দত্ত কাণ্ডের প্রতিবাদে ফের কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি। কাল বিকেল পর্যন্ত রাজ্য সরকারকে জুনিয়র ডাক্তারদের ডেডলাইন। কাল সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি। নিরাপত্তা নিয়ে সরকারের বক্তব্য শুনেই চূড়ান্ত সিদ্ধান্ত, জানালেন জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর কী মিলল? ‘পুলিশের সামনেই হামলা, আর জি কর করে দেব বলে হুমকি’, আজ বিকেলে সব মেডিক্যাল কলেজ থেকে মশাল মিছিলের ডাক। সুরক্ষা সংক্রান্ত দাবি মানা না হলে ফের পূর্ণ কর্মবিরতির হুঁশিয়ারি।
আরও পড়ুন, হাজার হাজার টাকায় সিসিইউ, জেনারেল বেড বিক্রি, কলকাতা মেডিক্যাল কলেজে দুর্নীতির অভিযোগ
পুুলিশের সামনেই মহিলা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের নিগ্রহের অভিযোগ। সাগর দত্ত মেডিক্যালের ঘটনা সামনে রেখে নিরাপত্তার দাবিতে এবার রাজ্য সরকারকে ডেডলাইন বেঁধে দিলেন জুনিয়র ডাক্তাররা। আগামীকাল সুপ্রিম কোর্টে কী হয়? সুরক্ষা নিয়ে কী জানায় রাজ্য সরকার? সরকারের অবস্থানের দিকে তাকিয়ে আগামীকাল বিকেল পর্যন্ত সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। আর জি কর-কাণ্ডের পরেও পুলিশের সামনেই হামলা, আর জি কর করে দেব বলে হুমকি দেওয়া হচ্ছে, অভিযোগ জুনিয়র ডাক্তারদের। তাহলে নিরাপত্তা কোথায়? এই প্রশ্ন তুলে আজ বিকেলে সব মেডিক্যাল কলেজ থেকে মশাল মিছিলের ডাক দিয়েছেন তাঁরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও দেখুন