জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চাপের মুখে প্রত্যাঘাত করেছিল ইউক্রেন। এবার ইউক্রেনের উপর ঝাঁপিয়ে পড়ল রাশিয়া। এবার সবচেয়ে ভয়ংকর অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ল রাশিয়া। রাশিয়া সবচেয়ে বড় মিসাইল ও ড্রোন হামলা করেছে ইউক্রেনের উপর।
আরও পড়ুন: Deadliest Flood of World: ভয়ংকর! জলের চাপে ফেটে গেল দৈত্যাকার বাঁধের বিশাল দেওয়াল, ৫০ হাজার বর্গমাইল জুড়ে স্রোতের ছোবল, লক্ষ লক্ষ মৃত্যু…
আরও পড়ুন: Shani: মহাসৌভাগ্যের বন্যা ২০২৫ জুড়ে! আগামী ৫ মাস ধরে শনির অপার কৃপায় টাকার গদিতে শুয়ে থাকবেন এই রাশির জাতকেরা!
কুর্স্কে পাল্টা হামলা
ইউক্রেনের শীর্ষ সামরিক কমান্ডার বুধবার দাবি করেছিলেন, রুশ ভূখণ্ড কুর্স্কে তাঁরা পাল্টা হামলা শুরু করেছে। এখানে নিহত হন মেজর জেনারেল গুডকভ। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পরে এই প্রথম কোনও দেশের প্রধান স্তরের কোনও আধিকারিক নিহত হলেন। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে কৃতিত্বের জন্য ২০২৩ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রেমলিনের সর্বোচ্চ সম্মান হিরো অব দ্য রাশিয়ান ফেডারেশন দিয়েছিলেন এই গুডকভকে।
সাঁড়াশি আক্রমণ
ইউক্রেনের রাজধানী কিভ এবং সেনাঘাঁটি চেরনিহিভ দখলের লক্ষ্যে পুতিনের নির্দেশে জুন থেকে সাঁড়াশি আক্রমণ শুরু করেছে রাশিয়া। প্রায় ১২০০ কিলোমিটার বিস্তৃত যুদ্ধক্ষেত্র বরাবর এক লক্ষেরও বেশি রুশ ফৌজ এই অভিযানে অংশ নিয়েছে। এর ফলে ইউক্রেনের সেনার প্রতিরক্ষা ক্রমশ দুর্বল হয়ে পড়তে পারে বলে মনে করছেন সামরিক পর্যবেক্ষকদের অনেকে। এই পরিস্থিতিতেই জেলেনস্কির বাহিনী প্রতি আক্রমণের কৌশল নিয়েছে বলে মনে করা হচ্ছিল। কিন্তু সেই হামলার প্রত্যাঘাত ভালো ভাবেই করল রাশিয়া।
আলোচনা বিফল
তিন বছর ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা প্রায় দুবার সফল হতে গিয়েও হয়নি। তৃতীয় বারে কি শিঁকে ছিড়বে? ক্রেমলিনের আশা তৃতীয় দফায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত হবে শীঘ্রই।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আমরা আশা করি, শীঘ্রই একটি সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব হবে। প্রথম দফার আলোচনা ১৬ মে, ইস্তানবুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রথম বৈঠকে বন্দি বিনিময় বিষয়ে চুক্তি হয়েছিল। ২ জুন তুরস্কে দ্বিতীয় দফার আলোচনায় ছয় হাজার ইউক্রেনীয় সৈন্যের দেহ ফেরত দেওয়া এবং ২৫ বছরের কম বয়সী অসুস্থ ও বন্দিদের বিনিময়ের বিষয়ে একটি চুক্তি হয়েছিল। শেষ বৈঠকে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমারভ প্রস্তাব দিয়েছিলেন, তৃতীয় বৈঠকটি জুনের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। কিন্তু সেই বৈঠক এখনও হয়নি।
যুদ্ধবিরতি
জেলেনস্কির চিফ অফ স্টাফ, আন্দ্রেই ইয়েরমাক বলেন, রাশিয়া যুদ্ধবিরতি রোধ করতে এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। এখন নতুন নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ মন্তব্য করেছেন, ইউক্রেনের যুদ্ধের সমাধান হল সংঘাতের মূল কারণকেই নির্মূল করা। তিনি জানিয়েছেন, রাশিয়া যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)