NOW READING:
রাতে ইন্টারনেট বন্ধ, জ্বলবে না আলো, যুগলদের কাছাকাছি আনতে রাশিয়ায় টাকাও খরচ করতে রাজি সরকার
November 13, 2024

রাতে ইন্টারনেট বন্ধ, জ্বলবে না আলো, যুগলদের কাছাকাছি আনতে রাশিয়ায় টাকাও খরচ করতে রাজি সরকার

রাতে ইন্টারনেট বন্ধ, জ্বলবে না আলো, যুগলদের কাছাকাছি আনতে রাশিয়ায় টাকাও খরচ করতে রাজি সরকার
Listen to this article


মস্কো: গত ২৫ বছরে জন্মহার তলানিতে এসে ঠেকেছে। পরিস্থিতি মোকাবিলায় নয়া পরিকল্পনা রাশিয়া সরকারের। জনসংখ্যায় ভারসাম্য বজায় রাখতে ‘Ministry of Sex’ চালুর পরিকল্পনা করছে তারা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুগামী, পরিবার কল্যাণ সংসদীয় কমিটির চেয়ারপার্সন নিনা ওস্তানিনা ওই সংক্রান্ত আবেদনগুলি খতিয়ে দেখছেন। জনসংখ্যা নিয়ন্ত্রণে নির্দিষ্ট মন্ত্রক চালু ছাড়া গতি নেই বলে মনে করছেন দেশের আইনপ্রণেতাদের একাংশও। (Russia Birth Rates)

কিন্তু ‘Ministry of Sex’-এক কাজ কী হবে? তারও তালিকা সামনে এসেছে-

  • ১) রাত ১০টা থেকে ২টো পর্যন্ত ইন্টারনেট পরিষেবা এবং বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখার পরিকল্পনা রয়েছে, যাতে ওই সময়ে পরস্পরের ঘনিষ্ঠ হতে পারেন যুগলরা। 
  • ২) বাচ্চা মানুষ করতে গিয়ে চাকরি করা হয় না মহিলাদের। তাঁদের বাড়ির কাজ এবং সন্তান পালনের জন্য টাকা দেওয়ার পাশাপাশি, পেনশনের ব্যবস্থাও করা হতে পারে। 
  • ৩) প্রেম করার জন্যও নাগরিকদের উৎসাহিত করা হচ্ছে রাশিয়ায়। আলাপচারিতা এবং বোঝাপড়া তৈরি হওয়ার জন্য প্রথম তিনবার দেখা-সাক্ষাতের খরচ হিসেবেও টাকা দেওয়া হবে, প্রায় ৫০০০ টাকা করে। 
  • ৪) বিয়ের পর হোটেলে কয়েক রাত যাতে উপভোগ করতে পারেন নববিবাহিতরা, তার জন্যও টাকা দেওয়ার ভাবনা রয়েছে, প্রায় ২৩ হাজার টাকার মতো।  
  • পাশাপাশি, ফর্ম বিতরণও শুরু হয়েছে, যেখানে যৌনতা, ঋতুস্রাব সংক্রান্ত তথ্য লিখতে হবে মহিলাদের। কেউ যদি উত্তর জানাতে না চান, তাঁকে পাঠানো হবে চিকিৎসকের কাছে।
  • মহিলাদের যে যে প্রশ্নের উত্তর লিখতে বলা হচ্ছে ফর্মে, তা হল- ১) কোন বয়সে প্রথম যৌন সম্পর্কে লিপ্ত হন? ২) নিরোধক ব্যবহার করেন কি? ৩) আগে কখনও গর্ভধারণ করেছিলেন কি না, বন্ধ্যাত্ব রয়েছে কি? ৪) সন্তান নেওয়ার পরিকল্পনা রয়েছে কি? ৫) ঋতুচক্রের বিশদ তথ্য, শারীরিক সম্পর্কের সময় যন্ত্রণা হয় কি না, রক্তপাত হয় কি না।

জন্মহার বৃদ্ধি করতে ইতিমধ্যেই রাশিয়ার খবারোভস্কে একাধিক নিয়ম চালু করা হয়েছে। সেখানে ১৮ থেকে ২৩ বছর বয়সি মেয়ে, যাঁদের শিক্ষা এখনও সম্পূর্ণ হয়নি, তাঁরা অন্তঃসত্ত্বা হলে প্রায় ১ লক্ষ টাকা পেতে পারেন। প্রথম সন্তান ভূমিষ্ঠ হলে মিলবে প্রায় ৯ লক্ষ ১৯ হাজার টাকা। অফিসে কাজের ফাঁকেও নাগরিকদের প্রজননে উৎসাহিত করেছেন খবারোভস্কের স্বাস্থ্যমন্ত্রী ইয়েভগনি শেস্তোপালোভ। কিন্তু ব্যক্তিগত জীবনের উপর সরকারের খবরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ফর্ম ফিলআপ করতে গিয়ে প্রচণ্ড অস্বস্তি হয়েছে বলে সংবাদমাধ্যমে জানিয়ছেন রুশ মহিলাদের অনেকে। তবে জন্মহার বৃদ্ধিতে মরিয়া রাশিয়া। খোদ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মহিলাদের তিনটি করে সন্তান ধারণে উৎসাহ জোগাচ্ছেন। এমনকি নিঃসন্তান জীবনও নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে রাশিয়ায়। সন্তান না নেওয়ার ভাবনা পশ্চিমি সংস্কৃতির অংশ বলে দেশের সংসদের নিম্নকক্ষে বিল পাসও হয়ে গিয়েছে। উচ্চকক্ষের অনুমোদন পেলে এবং পুতিন সই করলেই সেটি আইনে পরিণত হবে। (Vladimir Putin)

আরও দেখুন



Source link