WATCH | Rukmini Maitra: মিলছিল না প্রযোজক, পিছু হটেন পরিচালকও, সিনেমার জন্য ‘বিনোদিনী’র মতোই লড়েন রুক্মিনী!

Estimated read time 1 min read
Listen to this article


ঋত্বিক দেবনাথ: স্টার থিয়েটার যার বদান্যতায় তৈরি, সেই বদান্যতার ১৪২ বছর পর, নাম পরিবর্তিত স্টার, যা আজকের নটি বিনোদিনী থিয়েটার, সেখানেই নটি বিনোদিনী ছবির পোস্টার লঞ্চ করলেন ছবির নাম ভূমিকায় থাকা অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) এবং পরিচালক রামকমল মুখার্জি (Ram Kamal Mukherjee) । অত্যন্ত চ্যালেঞ্জিং এই ছবি। প্রথমত বিনোদিনী কাল্পনিক নন, একটি ঐতিহাসিক চরিত্র। যাকে নিয়ে গবেষণা আছে। থিসিস আছে। প্রচুর প্রচুর মানুষ তাঁর জীবন সম্পর্কে সম্যক অবগত। তাদের কাছে নিজে বিনোদিনীর ভূমিকায় অবতীর্ণ হয়ে নিখুঁত বিনোদিনী কে পর্দায় পেশ করা রীতিমতো চ্যালেঞ্জিং। দ্বিতীয়ত, হালফিলের বাংলা ছবির বাজারে নারী কেন্দ্রিক ছবি বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি।

অতএব ২০১৯ সাল থেকে ছবি তৈরির চেষ্টা করেও বাজেট পাওয়া যাচ্ছিল না। প্রযোজকরা মুখ ফিরিয়ে নিচ্ছিলেন। দেব এই ছবির পরিচালকের কাছে সমস্যার কথা জানতে পেরে ছবি প্রযোজনার দায়িত্ব নেন। জানালেন রুক্মিণী। আগামী ২৩ জানুয়ারি ছবিটি মুক্তি পাবে। রামকমল মুখোপাধ্যায়ের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের বাংলা ছবি। তার আগে বুধবার প্রকাশ পেল ছবির পোস্টার। হাজির ছিলেন ছবির পরিচালক রামকমল মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, সুরকার সৌরেন্দ্র এবং সৌম্যজিৎ (Sourendro-Soumyojit)।

রুক্মিণী এদিন ১৩৯ বছর আগেকার ইতিহাসে ফিরে গিয়ে বলেন,  ‘আজ থেকেই প্রায় ১৩৯ বছর আগে, ১৮৮৬ সালের ইংরেজীর বর্ষপূর্তি উৎসবের দিন শ্রী শ্রী রামকৃষ্ণ দেব ধারণ করেছিলেন তাঁর কল্পতরু অবতার। বঙ্গ রঙ্গ মঞ্চের অভিনেত্রী বিনোদিনী দাসী কে তাঁর চৈতন্য লীলা নাটকের জন্যে তিনি আশীর্বাদ করেন। এই আশীর্বাদ পেয়ে বিনোদিনী খ্যাতির মধ্য গগন থেকে মঞ্চ ত্যাগ করেন। আজ সেই বিশেষ পুণ্য তিথি কে মাথায় রেখে আমরা উন্মোচন করছি শ্রী রামকৃষ্ণ দেবের পোস্টার। রামকৃষ্ণ চরিত্রে অভিনেতা চন্দন রায় সান্যাল এর ফার্স্ট লুক শেয়ার করা হল। ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ টিম এর পক্ষ থেকে রইলো আন্তরিক ভালোবাসা আর অভিনন্দন। সকলের চৈতন্য হোক।’

আরও পড়ুন: Anurag Kashyap on bollywood: ‘বলিউড নিয়ে বিরক্ত-হতাশ, এদের ঘৃণা করি…’, মুম্বই ছাড়ছেন অনুরাগ কাশ্যপ…

‘স্টার থিয়েটার’-এর ‘বিনোদিনী থিয়েটার’ হয়ে যাওয়ার ঘটনা ইতিহাসের পাতায় লেখা থাকবে তা বলাই বাহুল্য। আর তার সঙ্গে জড়িয়ে গেল রুক্মিণী মৈত্র এবং রামকমল মুখোপাধ্যায় সর্বোপরি, ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ ছবির নাম। রামকমল মুখোপাধ্যায় বলেন, ‘বায়োপিক বানাতে হলে যে ধরণের রিসার্চ লাগে, সেটা আমরা সম্পূর্ণ দিয়েছি। বিনোদিনী দাসী খুবই ঐতিহাসিক চরিত্র এবং বাঙালির কাছে এতটাই কাছের তিনি। যে এই চরিত্রটিকে বড়পর্দায় রূপায়ন করার জন্য আমাদের খুব সতর্ক থাকতে হয়েছে। যাতে কারোর খারাপ না লাগে।’ 

এই সিনেমায় সমস্ত গানের দায়িত্ব সামলেছেন সৌরেন্দ্র এবং সৌম্যজিৎ। এর আগেও বাংলা সিনেমায় মিউজিক কম্পোজার হিসেবে কাজ করলেও। এই প্রথম এত বড় মাপে কাজ করা তাঁদের বলে জানান সুরকার সৌরেন্দ্র এবং সৌম্যজিৎ। তাঁরা জানান, ‘একদিকে নটী বিনোদিনীর গল্পের পরিসর নিজের মধ্যেই অনেকখানি। অন্যদিকে পরিচালক যেভাবে সিনেমাটিকে দেখছেন তার মধ্যে রয়েছে হিউজ ড্রামা। ফলে ইতিহাস এবং ড্রামা দুই দিককেই সামলানোর জন্য আমাদের হিউজ রিসার্চ করতে হয়েছে।’

আরও পড়ুন: Dev: বছরের প্রথমদিনেই বড় ‘উপহার’ দেবের, পুজোয় আসছে বহু প্রতীক্ষিত…

প্রসঙ্গত, বাংলা সিনেমায় বিগবাজেট নারীকেন্দ্রীক কোন সিনেমা অনেকদিন তৈরি হয়নি। সেই পরিস্থিতিতে বহু টানাপোড়েনর মধ্যদিয়ে এই সিনেমা তৈরি হয়েছে জানালেন রুক্মিণী। তিনি আরও বলেন, ‘প্রচুর সিঁড়ি দিয়ে ওঠা-নামা হয়েছে।  প্রোডিউসার এসেও চলে গেল। একটা হিরোর বাজেটে হিরোইনের ছবি কীভাবে হতে পারে?’ দীর্ঘ ৫ বছরের লড়াই অবশেষে পরিণতি পেল। ২৩ জানুয়ারি আসতে চলেছে বিনোদিনী দাসের বায়োপিক ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’। সম্প্রতি নতুন বছর থেকে স্টার থিয়েটারের নাম বদলে বিনোদিনী থিয়েটার হওয়ায় আবেগপ্রবণ রুক্মিণী।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours