জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’, এই ছবির জন্য চুটিয়ে প্রচারও চালিয়েছেন রুক্মিণী মৈত্র। এই ছবিকে ঘিরে দর্শকদের প্রশংসায় পঞ্চমুখ তিনি। এই ছবি যখন বক্স অফিসে ভালো সাড়া পেতে শুরু করল, ঠিক তখনই অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী। ঠিক কী হয়েছে তাঁর! জানতে উদ্বিগ্ন তাঁর অনুগামীরা।
আরও পড়ুন: Pritam Chakraborty: বড় বিপর্যয়! সইফকাণ্ডের আবহেই এবার প্রীতমের অফিস থেকে চুরি গেল লাখ-লাখ টাকা…
রুক্মিণী মৈত্র তাঁর ইনস্টাগ্রামে একটি স্ট্যাটাস শেয়ার করে লিখেছেন, ‘হাল ছাড়ছি না বরং যুদ্ধ চালিয়ে যাচ্ছি।’ প্রসঙ্গত কিছুদিন আগের পোস্ট থেকে জানা যাচ্ছে, অভিনেত্রী মারাত্মক জ্বরে আক্রান্ত। তাঁর জ্বরের মাত্রা ১০২ ডিগ্রি। শারিরীক অসুস্থতা তাঁর এমনই পর্যায় গেছে যে তিনি বর্তমানে হাসপাতালের বেডে শুয়ে। হাতে স্যালাইন নিয়েই তিনি এই পোস্ট করেছেন।
প্রসঙ্গত ‘বিনোদিনী’ ছবির শুটিংয়ের সময়ই তিনি ১০৪ ডিগ্রি জ্বরে কাবু হয়েছিলেন এবং তার মাঝেই ফ্লোরে পড়ে তাঁর পা ভেঙে যায়। কিন্তু এসবের পড়েও তাঁর অদম্য জেদ এবং ইচ্ছা তাঁকে দমিয়ে দিতে পারেনি। এসবের মাঝেই নাচের দৃশ্যের শুটিং করেন অভিনেত্রী। অসুস্থতার জন্য তাঁর শুটিংয়ে কোন প্রভাব পড়ুক তা তিনি একেবারেই চাননি। পাঁচ বছর আগে দেখা তাঁর স্বপ্নকে অসম্পূর্ণ রাখতে চাননি অভিনেত্রী। এই কারণেই গুরুতর অসুস্থতা সত্ত্বেও হাসপাতালের বেডে শুয়ে অভিনেত্রী এখনও প্রচার চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন: Ed Sheeran: মাঝরাস্তায় জ্যামিং সেশন এড শিরানের! হঠাত্ গায়কের মাইকের প্লাগ খুলে অনুষ্ঠান বন্ধ করে দিল পুলিস…
এখানে বলে রাখা ভালো, এই ছবিটি তাঁর কতটা কাছের এবং এর মধ্যে কতটা আবেগ জড়িয়ে আছে তা বোঝাতে রুক্মিণী বলেন, ‘এই ছবিটির জন্য আমি একটা অস্কার স্পিচ তৈরি করে ফেলেছিলাম। গত ৫ বছর ধরে যখনই আমায় বলেছে যে আমরা প্রযোজক পেয়ে গেছি এবার ছবিটা হবেই, ততবারই আমি এই ছবির জন্য স্পিচ তৈরি করেছি। এই ছবিকে ঘিরে আমার একটা ভাবনা ছিল, আমি আর রাম মাঝেমধ্যেই এই ছবিকে নিয়ে কথা বলতাম, আমরা কীভাবে ছবিটা বানাব, কী কী করব সবটা নিয়ে অনেক চিন্তাভাবনা করেছিলাম আমরা।’ এখানে বলে রাখা ভালো ২৩ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’। এখন বক্স অফিসে উপচে পড়ছে প্রশংসা এসবের মাঝেই হাসপাতালের বেডে শুয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন পর্দার ‘নটী’।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)