বাংলায় রামনবমী, হনুমান জয়ন্তী পালনে জোর, ’২৬-এর আগে RSS-এর সমন্বয় বৈঠকে সুকান্ত-শুভেন্দুরা

Estimated read time 1 min read
Listen to this article


শিবাশিস মৌলিক, উজ্জ্বল মুখোপাধ্য়ায়, ঐশী মুখোপাধ্য়ায়: উলুবেড়িয়ায় রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘের (RSS) ডাকে দু’দিনব্যাপী সমন্বয় বৈঠক, আর সেই বৈঠকে উপস্থিত হলেন বঙ্গ-বিজেপির শীর্ষস্তরের প্রায় সমস্ত নেতানেত্রী। সূত্রের খবর, বৈঠকে রাজ্য়ে রামনবমী, হনুমানজয়ন্তী ও বিজয়া দশমী পালনে বিশেষ জোর দেওয়ার কথা বলা হয়েছে। বৈঠকে হাজির ছিল RSS-এর ২৭টি শাখা সংগঠন। (RSS in West Bengal)

আগামী বছর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এই মুহূর্তে ভোটার তালিকায় গরমিলের অভিযোগ নিয়ে রাস্তায় নেমেছে তৃণমূল। ভুয়ো ভোটার শনাক্তকরণ নিয়ে সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে জোড়াফুল শিবিরের নেতাদের। আর সেই আবহেই অভিভাবক সংস্থা RSS-এর সমন্বয় বৈঠকে হাজিরা দিলেন রাজ্য বিজেপি-র নেতানেত্রীরা। (BJP News West Bengal)

বছর ঘুরলেই রাজ্য়ে বিধানসভা নির্বাচন, তার আগে বঙ্গে বিজেপি-র জন্য় রাজনৈতিক জমি তৈরি করতে কি সক্রিয় হয়ে উঠেছে RSS? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতিতে। কারণ সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের সদ্য শেষ হওয়া ১১ দিনের বঙ্গ সফরের পরই হাওড়ার উলুবেড়িয়ায়, দু’-দিন ব্যাপী বিশেষ সমন্বয় বৈঠক ডাকে RSS. সেই বৈঠকে হাজির বঙ্গ-বিজেপির শীর্ষস্তরের প্রায় সমস্ত নেতানেত্রী-সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পালদের দেখা গেল। বৈঠকে যোগ দেয় ABVP, বিশ্ব হিন্দু পরিষদ, মজদুর সঙ্ঘও। প্রত্যেক শাখা সংগঠনের মধ্যে সমন্বয় দৃঢ় করতেই এই বৈঠক বলে খবর।

শনিবার উলুবেড়িয়ার সারদা শিশু মন্দিরে বৈঠক শুরু হয়। একে একে সেখানেই পৌঁছন বঙ্গ বিজেপি-র নেতানেত্রীরা। এ নিয়ে বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, “আমরা সবাই একই বিচার পরিবারের সদস্য়, যারা বিশ্বাস করে ভারতের সংস্কৃতি জাতীয়তাবাদ। RSS রাজনৈতিক ক্ষেত্রে কোনও হস্তক্ষেপ করে না, প্রভাব খাটানোর চেষ্টা করে না। বঙ্গ বিজেপি ঐক্যবদ্ধ ছিল, আছে থাকবে।”

এর পাল্টা তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, “তৃণমূল বিজেপি-কে ঠেকেচ্ছা। সেখানে কংগ্রেসকে ঢুকতে হবে, রাহুল-প্রিয়ঙ্কাকে। কেন? বিজেপি-কে অক্সিজেন দেওয়া। নইলে তৃণমূলই বিজেপি বিরোধী আসল দল, আসল মুখ বলে প্রতিষ্ঠা হয়ে যাবে গোটা দেশে। তাই বিজেপি-র দালালি করতে এ রাজ্যে কংগ্রেস বি টিমের ভূমিকা পালন করছে।” 

যদিও প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, “আমি কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করছি, RSS, বিজেপি-র বিরোধিতা করছি। সেটা অন্য দল করছে না। অন্য দলতাদের ফ্যাসিবাদী বলছে না। আগে বলত, এখন বলছে না, কেন জানি না আমি।” সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “সমন্বয় বৈঠক তো বরাবর হয়। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সৃষ্টিই RSS-এর বাড়বাড়ন্ত ঘটানোর জন্য। আমি সেদিনের অপেক্ষা করছি, যেদিন RSS-এর নেতৃত্বে তৃণমূল ও বিজেপি-র সমন্বয় বৈঠক হয়।”

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশি পাহারায় সরস্বতী পুজো থেকেকুম্ভমেলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, যাকে কেন্দ্র রাজনীতির পারদ এমন পর্যায়ে পৌঁছেছে, যা ‘২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ধর্মীয় মেরুকরণের জল্পনা উস্কে দিয়েছে। আর এই প্রেক্ষাপটেই উলুবেড়িয়ায় RSS-এর সমন্বয় বৈঠকে বঙ্গে রামনবমী, হনুমানজয়ন্তী ও বিজয়া দশমী পালনে বিশেষ জোর দেওয়ার কথা বলা হয়েছে বলে সূত্রের খবর।

আরও দেখুন



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours