NOW READING:
RSS 100 Years: দুর্গাপুজোতেই ১০০ পূর্তি সংঘের! শতবর্ষে বিজয়া দশমীতে বিশেষ কর্মসূচি…
January 30, 2025

RSS 100 Years: দুর্গাপুজোতেই ১০০ পূর্তি সংঘের! শতবর্ষে বিজয়া দশমীতে বিশেষ কর্মসূচি…

RSS 100 Years: দুর্গাপুজোতেই ১০০ পূর্তি সংঘের! শতবর্ষে বিজয়া দশমীতে বিশেষ কর্মসূচি…
Listen to this article


মৌমিতা চক্রবর্তী: চলতি বছরেই রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের ১০০ বছর পূর্তি। আর আসন্ন দুর্গাপূজোতেই ১০০ বছর হচ্ছে সংঘের। সেই উপলক্ষে রাজ্যভিত্তিক একাধিক কর্মসূচি করার বার্তা নাগপুরের। বিজয়া দশমীতে সেই জন্য বিশেষ কর্মসূচির কথা ভাবা হয়েছে। 

সূত্রের খবর, বিশেষ কর্মসূচির রূপরেখা নির্ধারণে দক্ষিণবঙ্গীয় ক্ষেত্রীয় প্রান্ত প্রচারকদের নিয়ে খুব শিগগিরই বৈঠকও হবে। মূলত আরএসএস কী, তারা আদতে কী কাজ করে। সেই বিষয়ে জনগণকে ওয়াকিবহাল করা। যে ধরনের সেবামূলক কাজকর্মের সঙ্গে আরএসএস যুক্ত আছে, সেই বিষয়েই জনমানসে প্রচার করা। সেই সংক্রান্ত প্রচারমূলক কর্মসূচি রাখার-ই তাই ভাবনাচিন্তা চলছে। 

উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে শাখার সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে বিগত কয়েক বছরে। আগামী দিনে কর্ম পরিচালনার পাশাপাশি বিগত কাজগুলির মূল্যায়ন  নিয়েও পর্যালোচনা করা হবে বলে আরএসএস সূত্রে খবর। সমাজের নামী মানুষদের সংঘের নামের সঙ্গে আরও যুক্ত করার ভাবনা রয়েছে। কারণ সমাজের নামী মানুষরা সংঘের সঙ্গে যুক্ত হওয়ায়, রাজ্যের বাঙালিদের মধ্যে আরএসএস সম্পর্কে ধারণা বেড়েছে। 

সেটাই আরও বৃদ্ধি করতে চায় সংঘ। বাঙালি মনীষীদের শ্রদ্ধাঞ্জলির পাশাপাশি হিন্দু আবেগ উসকে জনসেবামূলক কাজের প্রচারে আরও আলোচনা সভার আয়োজন করারও পরিকল্পনা রয়েছে। সম্প্রতি এই বিষয়টি আরএসএস-এর মুখপত্র স্বস্তিকাতে প্রকাশিত হয়েছে। আলোচনা সভা ও কাজ একযোগে চালানো সম্যক জরুরি বলে মনে করছে সংঘ।

আরও পড়ুন, Partha Chatterjee Heart Attack: হার্ট অ্যাটাক পার্থর! হাসপাতাল সূত্রে খবর…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 





Source link