<p><strong>ঝাড়গ্রাম:</strong> বেলপাহাড়ির পর এবার কাঁকড়াঝোড়ে বাঘ। ৫ বছর পর ঝাড়গ্রামে ফের বাঘের আতঙ্ক ! ওড়িশার সিমলিপাল থেকে বেলপাহাড়ির কটাচুয়ার জঙ্গলে ঢোকে যমুুনা নামে ওই বাঘিনী। গলায় লাগানো রেডিও কলারের মাধ্যমে জানা যায়, গতকাল দিনভর বেলপাহাড়িতে কাটিয়ে সন্ধেয় এলাকা ছাড়ে বাঘিনী যমুনা।আজ সকালে কাঁকড়াঝোরের ময়ূরঝর্ণার জঙ্গলে তার সন্ধান মেলে।</p>
<p>বন দফতর সূত্রে খবর, মহারাষ্ট্র থেকে বেশ কয়েকটা বাঘ সিমলিপাল ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখান থেকে যমুনা ও জিনাত নামে দুটি বাঘিনী পালায়। এর মধ্যে জিনাতের খোঁজ মেলে ঝাড়খণ্ডে। আর যমুনা পাড়ি দেয় বাংলায়। সেই যমুনারই খোঁজ মিলেছে ঝাড়গ্রামে। গ্রামবাসীদের সতর্ক করছে বন দফতর। ওড়িশা ও বাংলা, দুই রাজ্যের বন দফতরের কর্মীরাই নজরদারি চালাচ্ছেন।</p>
<p>আরও পড়ুন, <a title="’মেয়র পারিষদ দেবরাজের নামে টাকা তুলতেন TMC কাউন্সিলর সমরেশ..’! বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে" href="https://bengali.abplive.com/district/kolkata-news-baguiati-injured-promoter-blamed-to-debraj-chakraborty-and-samaresh-chakraborty-on-extortion-case-1111585" target="_self">’মেয়র পারিষদ দেবরাজের নামে টাকা তুলতেন TMC কাউন্সিলর সমরেশ..’! বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে</a></p>
<p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&source=gmail&ust=1734863927093000&usg=AOvVaw2aAACVg_GrPmmJDBdDTWJe">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a> </em></strong></p>
<div class="yj6qo"> </div>
<div class="adL"> </div>
Source link
সূর্য ডুবতেই শুনশান বেলপাহাড়ি, ঝাড়গ্রামে ফিরল রয়্যাল বেঙ্গল টাইগারের আতঙ্ক !

+ There are no comments
Add yours