<p>ABP Ananda Live: দখল হয়ে যাচ্ছে রোজভ্যালির সম্পত্তি। দখলমুক্ত করতে এবার রাজ্য সরকারের দ্বারস্থ হল ED এবং রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি। চিঠি পাঠানো হল মুখ্যসচিব, ভূমি ও ভূমি রাজস্ব দফতরের প্রিন্সিপা সেক্রেটারিকে। চিঠি গেল রাজ্য পুলিশের DG এবং IG রেজিস্ট্রেশনের কাছে। রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটির আবেদন, রোজভ্যালির সম্পত্তি সুরক্ষিত করা হোক। যে সমস্ত সম্পত্তি ইতিমধ্যেই দখল হয়ে গেছে, তা দখলমুক্ত করার আবেদন জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ নয়, চিঠি পাঠানো হয়েছে বিহার, ওড়িশা, অসম, ত্রিপুরা, মহারাষ্ট্রের মতো ৯টি রাজ্যে। </p>
<p> </p>
<p><strong>ক্যাম্পে ঢুকে পুলিশকে মার! আক্রান্ত পুলিশ কর্মীরা</strong></p>
<p> </p>
<p>বীরভূমের পর বাঁকুড়া, ক্যাম্পে ঢুকে পুলিশকে মার! সোনামুখীর উত্তরবেশিয়া ক্যাম্পে আক্রান্ত পুলিশ কর্মীরা। দীর্ঘদিন ধরেই দামোদর থেকে বেআইনিভাবে বালি তোলা হচ্ছে বলে পুলিশের কাছে খবর ছিল পুলিশ ব্যবস্থাও নেয়। এর জেরেই রাতে পুলিশ ক্যাম্পে ঢুকে ৫০-৬০ জন হামলা চালায় বলে অভিযোগ। মারধরে আহত হয়েছেন একজন NVF ও ২ জন সিভিক ভলান্টিয়ার। এই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে সোনামুখী থানার পুলিশ</p>
Source link
দখল হয়ে যাচ্ছে রোজভ্যালির সম্পত্তি, রাজ্য সরকারের দ্বারস্থ হল ED

+ There are no comments
Add yours