NOW READING:
রোজভ্যালির আমানতকারীদের আমানতকারীদের ৪৫০ কোটি টাকা ফেরতে দিতে অনুমতি
March 16, 2025

রোজভ্যালির আমানতকারীদের আমানতকারীদের ৪৫০ কোটি টাকা ফেরতে দিতে অনুমতি

রোজভ্যালির আমানতকারীদের আমানতকারীদের ৪৫০ কোটি টাকা ফেরতে দিতে অনুমতি
Listen to this article



<p>ABP Ananda LIVE: রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু । আমানতকারীদের ৪৫০ কোটি টাকা ফেরতে দিতে অনুমতি । বেআইনি অর্থলগ্নি সংস্থার প্রায় ৩৩২ কোটি টাকার সম্পত্তি ফেরতের অনুমতি ওড়িশার খুড়দার বিশেষ আদালতের।</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>কোনও পোস্টে লেখা, অভিষেককে মানুন। ED, CBI-এর ভয়ে গদ্দার , শুভেন্দুর সঙ্গে লুকায়িত সম্পর্ক ছাড়ুন…! কোথাও আবার লেখা হয়েছে,আগামীকে মানতে হল। কেউ লিখেছেন, আগামীকে মানতে হবে অধিনায়ক অভিষেক ব্য়ানার্জি জিন্দাবাদ। শনিবার ভুতূড়ে ভোটারের প্রসঙ্গ ছাড়িয়ে, কার্যত ছাব্বিশের লড়াইয়ের ব্লু প্রিন্ট এঁকেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।ফের একবার স্পষ্ট করে দিয়েছেন পারফরমেন্সই শেষ কথা।আর এরপর থেকেই সোশাল মিডিয়াজুড়ে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে নিয়ে একের পর এক পোস্ট সামনে আসছে। কেউ লিখছেন, আজকে যা বুঝলাম আগামীকে মানতেই হবে আগামী তৈরি!এন্ট্রিটা কেমন হল নামটা মনে রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেউ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ছবি পোস্ট করে লিখেছেন, পোলা তো নয় আগুনের গোলা। কেউ লিখেছেন, ওদের বলে দিও, ফ্যাম আগেই বলেছিল ‘আগামীকে মানতে হবে’জয়তু অধিনায়ক।&nbsp;</p>



Source link