NOW READING:
সাবধান ! রুম হিটার ব্য়বহারের আগে এই বিষয়গুলি জানুন, না হলে দুর্ঘটনা হবেই 
December 30, 2024

সাবধান ! রুম হিটার ব্য়বহারের আগে এই বিষয়গুলি জানুন, না হলে দুর্ঘটনা হবেই 

সাবধান ! রুম হিটার ব্য়বহারের আগে এই বিষয়গুলি জানুন, না হলে দুর্ঘটনা হবেই 
Listen to this article


 

Winter Tips: শীতের হাত থেকে বাঁচতে অনেক সময় রুম হিটারের দ্বারস্থ হই আমরা। তবে আরামের পরিবর্তে এই রুম হিটারই আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এই বিষয়ে সাবধানতা অবলম্বন না করলে ঘটতে পারে দুর্ঘটনা। জেনে নিন, রুম হিটার ব্যবহারের টিপস।  

ভারতে এখন থাবা বসিয়েছে শীত
দেশের বিভিন্ন অঞ্চলে এখন শীতের হাওয়া বইছে। বিশেষ করে উত্তর ভারতে এই শীতের কামড় ভোগাচ্ছে সবাইকে। বেগতিক দেখে প্রয়োজনীয় কাজ ছাড়া এখন ঘরের বাইরে বেরোচ্ছেন না স্থানীয়রা। সেই ক্ষেত্রে রুম হিটার চালাতে বাধ্য় হচ্ছে দেশবাসী। একমাত্র রুম হিটার শীতে অস্বস্তি কাটিয়ে স্বস্তি দিতে পারে আপনাকে।

আগে শীত থেকে বাঁচতে কী করত দেশবাসী
অতীতে শীতের হাত থেকে বাঁচতে ফায়ার প্লেস বা আগুনের ব্যবস্থা করা হত। সেখানে কাঠ বা কয়লা জ্বালিয়ে উষ্ণতার অনুভব করতেন তাঁরা। এখন সেই জায়গাটাই নিয়েছে ইলেকট্রিক রুম হিটার। তবে এই রুম হিটার আপনার ঘরে স্বস্তির বদলে অস্বস্তির কারণও হতে পারে। এরকম অনেক দুর্ঘটনা হতে পারে এই রুম হিটার থেকে। তাই রুম হিটার চালানোর আগে এই বিষয়গুলিতে সাবধান হোন। 

রুম হিটারের ওপর কিছু ঢাকনা দেবেন না
অনেকে রুম হিটারের ওপরে কম্বর বা মোট কাপড় চাপা দেন। এই কাজ আপনার জন্য মারাত্মক ক্ষতিকারক হতে পারে। এই কারণে হিটার অনেক বেশি গরম হয়ে যায়। আর ওপরে থাকা কাপড় বা কম্বলে আগুন ধরে যেতে পারে। যার ফলে ব়ড় দুর্ঘটনার মুখোমুখি হতে পারেন আপনি। এতে রুম হিটারে বিস্ফোরণও হতে পারে। তাই সাবধান থাকুন! 

জল পড়ছে না তো হিটারে ?
অনেক সময় দুর্ঘটনাবশত আপনার রুম হিটারে জল পড়ে যেতে পারে। যা থেকে দুর্ঘটনার মুখে পড়তে পারেন আপনি ও আপনার পরিবার। তাই একবার রুম হিটারের ওপরে জল পড়লে দ্রুত ইলেক্ট্রিশিয়ানের সঙ্গে যোগাযোগ করুন। কারণ জলের কারণে আপনার ঘরে শর্ট সার্কিট পর্যন্ত হতে পারে। তাই জল থেকে দূরে রাখুন রুম হিটার।

রুম হিটারে চালিয়ে বেরিয়ে গেছেন
অনেক সময় গ্রীষ্মে ঘরে ফ্য়ান চালিয়ে বেরিয়ে যাই আমরা। একইভাবে শীতে অনেকে রুম হিটার চালিয়ে ঘরে থেকে বেরিয়ে আসেন। ভুল করেও এই ভুল করবেন না। তখনই হিটার অন করুন, যখন ঘরে কেউ রয়েছে । এভাবে হিটার চালিয়ে চলে গেলে রুম হিটার অতিরিক্ত গরম হয়ে যায়। যা নষ্ট হয়ে যাওয়ার আশাঙ্কা বাড়ে। এর জন্য ঘরে দুর্ঘটনাও ঘটতে পারে।

আরও পড়ুন : LPG Gas Cylinder: কীভাবে চালু করবেন বন্ধ গ্যাস সিলিন্ডারের কানেকশন ? এই রইল পুরো পদ্ধতি

আরও দেখুন



Source link