Rohit Sharma To Play Ranji Trophy: ১০ বছর পর রঞ্জিতে রোহিত! রাহানের নেতৃত্বে দল ঘোষণা মুম্বইয়ের, রয়েছেন একাধিক স্টার

Estimated read time 1 min read
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কথায় বলে ‘ঠেলার নাম বাবাজি’! আর ঠিক সেই কথাই এবার প্রযোজ্য হচ্ছে ভারতীয় দলের মহানক্ষত্রদের জন্য। আন্তর্জাতিক অ্যাসাইনমেন্টে না থাকলে খেলতে হবে ঘরোয়া ক্রিকেট। আর ঝাড়াই-বাছাই করার কোনও সুযোগ নেই। বিরাট কোহলির (Virat Kohli) মতো রোহিত শর্মাও (Rohit Sharma) চূড়ান্ত ফ্লপ হয়েছেন বর্ডার-গাভাসকর (BGT 2024-25) ট্রফিতে (৫ ইনিংসে ৩১ রান)।

২০২৪ সালে ১৪ টেস্টে ও ২৬ ইনিংস মিলিয়ে রোহিতের ঝুলিতে মাত্র ৬১৯ রান এসেছে। গড় ২৪.৭৬, জোড়া সেঞ্চুরি ও একটি হাফ-সেঞ্চুরি রয়েছে তাঁর। বিগত ৯ টেস্টে তাঁর গড় ১০.৯৩ ও চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে যা এসে দাঁড়িয়েছিল ৬.২! এবার ফর্মে ফিরতে রোহিত খেলছেন রঞ্জি ট্রফি (Rohit Sharma To Play Ranji Trophy)! ১০ বছর পর এই ট্রফিতে খেলতে নামছেন তিনি!

আরও পড়ুন: রাহুলের জায়গায় লখনউয়ের মসনদে কাকে বসালেন গোয়েঙ্কা?

অজিঙ্কা রাহানের নেতৃত্বে বেছে নেওয়া হয়েছে মুম্বইয়ের রঞ্জি স্কোয়াড। সেই দলে রয়েছেন ক্রিকেটের দুই সংস্করণে ভারতের অধিনায়ক। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ৫টি টি-২০ ও ৩টি ওয়ান ডে ম্যাচ রয়েছে এখন। কুড়ি ওভারের বিশ্বকাপ জিতিয়েই রোহিত দেশের জার্সিতে টি-২০ থেকে অবসর নিয়েছেন। ফলে  বর্ডার-গাভাসকর ট্রফির পর তিনি ফের ইংরেজদের বিরুদ্ধে ওডিআই খেলবেন। আর তার আগে রঞ্জিতে নিজেকে ঝালিয়ে নেবেন। কিছুদিন আগেই রোহিত মুম্বইয়ের নেটে নেমে অনুশীলন শুরু করে দিয়েছেন। তার সঙ্গেই ফিটনেসে জোর দিয়েছেন। এবার খেলবেন রঞ্জিও। মুম্বইয়ের স্কোয়াডে রোহিত ছাড়াও রয়েছেন তাঁর ওপেনিং পার্টনার যশস্বী জয়সওয়াল। খেলবেন শ্রেয়স আইয়ার ও শার্দূল ঠাকুরের মতো স্টার ক্রিকেটারও। 

 

ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের দল ঘোষণা উপলক্ষে সাংবাদিক বৈঠক হয়েছিল। তখন রোহিতকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি পরবর্তী রাউন্ডের রঞ্জি ট্রফি ম্যাচ খেলবেন কিনা, তখনই রোহিত উত্তর দিয়েছিলেন, ‘আমি খেলব।’ সোমবার রোহিতকে নিয়েই হল মুম্বইয়ের ১৭ জনের স্কোয়াড।২৩ জানুয়ারি থেকে মুম্বইয়ের বিকেসি গ্রাউন্ডে রাহানের নেতৃত্বে রোহিত খেলবেন জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে। 

আরও পড়ুন: বাদ পড়ল বহু চর্চিত নাম! চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করল ভারত, খেলতে পারবেন বুমরা?

জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে মুম্বইয়ের রঞ্জি টিম: অজিঙ্কা রাহানে (অধিনায়ক), রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, আয়ুষ মাত্রে, শ্রেয়াস আইয়ার, সিধেশ লাড, শিবম দুবে, হার্দিক তামোরে (উইকেটরক্ষক), আকাশ আনন্দ (উইকেটরক্ষক), তনুশ কোটিয়ান, শ্যামস মুলানি, হিমাংশু সিং, শার্দূল ঠাকুর, মোহিত আওয়াথি, সিলভেস্টার ডিসুজা, রয়স্টন ডায়াস ও কর্শ কোঠারি

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours