জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে (Champions Trophy 2025 Final) উঠতেই, অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma Creates History As Captain) ইতিহাস লিখেছিলেন। বাইশ গজের প্রথম অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দিয়ে চারটি ভিন্ন আইসিসি টুর্নামেন্টের ফাইনালে তুলেছিলেন।
রোহিতের নেতৃত্বে ভারত ২০২৩ সালে ভারত আইসিসি ওডিআই বিশ্বকাপ ফাইনাল ও আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলেছে। এরপর ২০২৪ সালে রোহিতের ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল খেলে। এরপর চলতি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে রোহিতবাহিনী।
এর ভিতর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওডিআই বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে যায় ঠিকই, তবে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত ঐতিহাসিক জয় পায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। গত রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউ জ়িল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ট্রফি জিতেছে নীল জার্সিধারীরা।
আরও পড়ুন: ‘আপনে মহাল্লে মে আইশারিয়া আই’… ফাইনালে চাহালের বাহুলগ্না রহস্যময়ী সুন্দরী কে?
গতবছর জুনে ভারতকে রোহিত জিতিয়ে ছিলেন টি-২০ বিশ্বকাপ। আট মাসে এই নিয়ে দ্বিতীয়বার ভারতের মুকুটে আইসিসি-র ট্রফি উঠল রোহিতের হাত ধরে। ফাইনালের আগে আকাশে-বাতাসে একটাই খবর ভাসছিল, সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই রোহিত ক্রিকেটকে আলবিদা বলবেন। দেশকে ট্রফি জিতিয়েই চরম সিদ্ধান্ত জানিয়ে দিলেন দেশের দুই সংস্করণের অধিনায়ক!
নিজেদের ঘরের মাঠে নিউ জ়িল্যান্ডের কাছে এবং বিদেশে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর দু’টি টেস্ট সিরিজ হেরেছে ভারত। এরপর থেকেই অধিনায়ক রোহিত শর্মা প্রচণ্ড চাপের মধ্যে রয়েছেন। চলতি বছরের শেষে দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি যদি টেস্ট সিরিজের অংশ না হন, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। ৫০ ওভারের ফর্ম্যাটে দেশের হয়ে রোহিত খুব একটা খারাপ করেননি।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
ওপেনার হিসেবে একেবারেই ধারাবাহিক ছিলেন না রোহিত। ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে তিনি সেঞ্চুরি করেছিলেন ঠিকই, তবে তাছাড়া, রোহিত সেভাবে রানের ভিতর ছিলেন না। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে পর্যন্ত ৫০ রানের মুখও দেখেননি তিনি। শোনা গিয়েছিল যে, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পরেই রোহিতকে রেখে ভারতীয় দল এগিয়ে যাবে। রোহিতের বয়স ইতিমধ্যেই ৩৭! এবং তাঁর ফিটনেস টিম ম্যানেজমেন্টের কাছে চিন্তার বিষয়।
আরও পড়ুন: গিল দিয়েছেন দিল, দেশের তারকা ক্রিকেটার প্রেমে হাবুডুবু খাচ্ছেন! কে এই পরম সুন্দরী?
তবে ফাইনালে রোহিতের উইলো শুধু জ্বলেই উঠল না, দেশকে ট্রফিও দিলেন তিনি। ফাইনালে রোহিত ৮৩ বলে ৭৬ রানের (৭টি চার ও ৩টি ছয়) অধিনায়কোচিত ইনিংস খেলে ভারতের জয়ের মঞ্চ গড়ে দিয়েছেন। খেলার পর সাংবাদিক বৈঠকে রোহিত বলেন, ‘আপনাদের আরও একটি বিষয় জানিয়ে দিতে চাই যে, আমি এই ফরম্যাট থেকে অবসর নিচ্ছি না। কোন গুজব যাতে না ছড়ায়, তাই নিশ্চিত করে দিলাম আপনাদের।’
রোহিত থাকছেন, এই মর্মেই রোহিতের অবসর সংক্রান্ত বিবৃতির ভিডিয়ো শেয়ার করেছে আইসিসি। তবে রোহিত কিন্তু ছেড়ে দিয়েছেন একটি। বলেছেন যে, ওডিআই তিনি খেলবেন। তাহলে কি তিনি টেস্ট ক্রিকেটকে গুডবাই বলবেন, ভারতের এখন আর কোনও আন্তর্জাতিক ক্রিকেটের সূচি নেই। এখন লাগাতার আইপিএল। জুনে ভারত যাবে ইংল্যান্ড ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। তার আগেই কি রোহিত লাল বলকে আলবিদা বলবেন!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)